Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বেহাল রাস্তা সংস্কারের দাবি

বেহাল রাস্তা সংস্কারের দাবি বেহাল সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন। ফের নেমেছে বৃষ্টি। হয়রানির শিকার হচ্ছেন একাধিক গ্রামের বাসিন্দা। নন্দীগ্রাম-২ ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার শিবরামপুর পাকাপোল থেকে পড়াচিংড়ি পর্যন্ত প্রায…

 


বেহাল রাস্তা সংস্কারের দাবি 

বেহাল সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন। ফের নেমেছে বৃষ্টি। হয়রানির শিকার হচ্ছেন একাধিক গ্রামের বাসিন্দা। নন্দীগ্রাম-২ ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার শিবরামপুর পাকাপোল থেকে পড়াচিংড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার সিংহভাগই শোচনীয় অবস্থা। বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে জানালেও রাস্তা সংস্কারের ব্যাপারে কোনও সুরাহা হয়নি। উল্টে দুর্ভোগ বেড়েছে হলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

মাস ছয়েক আগে হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফে রাস্তাটি কংক্রিটের করার কাজ শুরু হয়। কিছু অংশে কাজ হওয়ার পরেই তা বন্ধ হয়ে যায়। শিবরামপুর পাকা পোল থেকে পড়াচিংড়া পর্যন্ত রাস্তার আর হাল ফেরেনি। হানুভুয়া গ্রাম ও ঘোলপুকুর গ্রামের বাসিন্দারা এই সড়ক দিয়েই যাতায়াত করেন। রাস্তাটি ১১৭ বি বাজকুল জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগের মূল রাস্তা। ফলে একাধিক গ্রামের মানুষের কাছে এই সড়ক মূলত যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়াও হানুভুয়া স্বাস্থ্যকেন্দ্ৰ এই সড়কের পাশেই অবস্থিত। জরুরি সমস্যায় পড়লে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে চরম হয়রানি পোহাতে হয় এলাকার মানুষকে। এক বাসিন্দা বলেন, “বহুদিন ধরে প্রশাসনকে রাস্তার মেরামতির বিষয়ে জানানো হয়েছে। কিন্তু লাভ হয়নি।” সূত্রের খবর, বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান

সুকেশ মান্না বলেন, “হলদিয়া উন্নয়নপর্ষদের তরফে রাস্তার কাজ শুরু হয়েছিল। তবে কী কারণে কাজ বন্ধ হয়ে গিয়েছে তা জানি না। এ ব্যাপারে উন্নয়ন পর্ষদের সাথে কথা বলব।”

No comments