নন্দ্রীগ্রামে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্পের সূচনা করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করতে এবং সঠিক জায়গায় নোংরা,আবর্জনা ফেলে নির্মল দূষণ মুক্ত গ্রাম গড়তে নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির ভেকুটিয়া …
নন্দ্রীগ্রামে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্পের সূচনা করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি
পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করতে এবং সঠিক জায়গায় নোংরা,আবর্জনা ফেলে নির্মল দূষণ মুক্ত গ্রাম গড়তে নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন করা হয়২০ মে শুক্রবার।
উদ্বোধন করেন নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তিরানী মাইতি,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক ভট্টাচার্য,ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান চন্দ্রাবতী সাহু প্রমুখ। এই প্রকল্প চালু হওয়ায় ওই এলাকার রাস্তাঘাট,বাজার সহ বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বলে আশাবাদী পঞ্চায়েত সমিতি। এলাকাবাসী কে নীল এবং লাল দুই ধরনের বালতিতে একটিতে পচনশীল অন্যটিতে অপচনশীল বর্জ্য ফেলতে বলা হয়েছে।
No comments