Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! মহিষাদলে বাসুলিয়া গ্রামের ট্রেনের ধাক্কায় মৃত যুবক

রেলওয়ে মালগাড়ির ধাক্কায় কাটা পড়ে মারা গেলেন বিহারের সাফারি ইন্টার্নেশনাল হাই স্কুলের পার্কাসন মিউজিক বিভাগের শিক্ষক 


মহিষাদলে বাসুলিয়া গ্রামে ট্রেনের ধাক্কায় মৃত যুবক।
রেলওয়ে মালগাড়ির ধাক্কায় কাটা পড়ে মারা গেলেন বিহারের সাফ…

 



রেলওয়ে মালগাড়ির ধাক্কায় কাটা পড়ে মারা গেলেন বিহারের সাফারি ইন্টার্নেশনাল হাই স্কুলের পার্কাসন মিউজিক বিভাগের শিক্ষক 




মহিষাদলে বাসুলিয়া গ্রামে ট্রেনের ধাক্কায় মৃত যুবক।


রেলওয়ে মালগাড়ির ধাক্কায় কাটা পড়ে মারা গেলেন বিহারের সাফারি ইন্টার্নেশনাল হাই স্কুলের পার্কাসন মিউজিক বিভাগের শিক্ষক সুব্রত অধিকারী

তপন কুমার জানাঃ মহিষাদল-পাঁশকুড়া ও হলদিয়াগামী রেলওয়ে লাইনের মাল গাড়ির ধাক্কায় কাটা পড়ে মারা গেলেন বিহারের " সাফারী ইন্টার্নেশনাল হাই স্কুলের "মিউজিক বিভাগের শিক্ষক সুব্রত অধিকারী (৩২)। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত অমৃতবেড়িয়া গ্রামে। তিনি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পার্কাসন মিউজিক নিয়ে এম.এ পাশ করেন। অবিবাহিত শিক্ষক সুব্রত অধিকারীর বাবা তমলুকের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অস্থায়ী  চতুর্থ শ্রেণীর একজন  কর্মী । কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিভাগের এক নম্বর ছাত্র ছিলেন। হঠাৎ শিক্ষকতা চলাকালীন বাড়িতে চলে আসেন। তারপর থেকে আর স্কুলে যাননি। এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে থাকে।  বিশিষ্ট চিকিৎসকদের দেখানোর পরও কোনরূপভাবে আর পরিবর্তন হয় না। গত রাত্রি বারোটার সময় কেশবপুর এবং সতীশ সামন্ত হল্ট স্টেশনের মাঝামাঝি বাসুলিয়া গ্রামে রেললাইনের উপর তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে।  তাঁর মানি পাশে ভোটের ভোটের কার্ড  ছিল । আজ সকালে রেলওয়ে সিভিক ভলেন্টিয়ার অমৃত বেড়িয়া গ্রামের ভিলেজ পুলিশকে তাঁর বাড়িতে খবর দেওয়ার জন্য বলেন। ভিলেজ পুলিশ আশিস জানা তার বাড়ির লোকজনকে খবর দেন। খবর পাওয়া মাত্র সুব্রত বাবুর বাড়ির লোকজন তাঁর দেহকে সনাক্তকরণ করার জন্য রেলওয়ে জিআরপি পুলিশ স্টেশনে যান।

No comments