Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

July 14, 2025

Weather Location

Breaking News:

হলদিয়া নাগরিক উন্নয়ন সমিতির উদ্যোগে অভিনব উদ্যোগ

হলদিয়া নাগরিক উন্নয়ন সমিতির উদ্যোগে অভিনব উদ্যোগ
ভবঘুরেদের পাশে দাঁড়াল হলদিয়া নাগরিক উন্নয়ন সমিতি। হলদিয়া টাউনশিপ এলাকায় থাকা জনা কুড়ি ভবঘুরে রয়েছেন। এছাড়া বেশ কিছু ঝুপড়িবাসী রয়েছেন। তাঁদের উপার্জন করার লোক বা ক্ষমতা নেই…

 

হলদিয়া নাগরিক উন্নয়ন সমিতির উদ্যোগে অভিনব উদ্যোগ


ভবঘুরেদের পাশে দাঁড়াল হলদিয়া নাগরিক উন্নয়ন সমিতি। হলদিয়া টাউনশিপ এলাকায় থাকা জনা কুড়ি ভবঘুরে রয়েছেন। এছাড়া বেশ কিছু ঝুপড়িবাসী রয়েছেন। তাঁদের উপার্জন করার লোক বা ক্ষমতা নেই। এরকম মানুষদের কাছে দুপুরের আহার পৌঁছে দিচ্ছেন নাগরিক কমিটির সদস্যরা। কমিটির সভাপতি অনিল জানা জানান, টানা পনেরো দিন ধরেই বস্তিবাসী মানুষ ও ভবঘুরেদের দুপুরের আহার দেওয়া হচ্ছে। মেনুতে থাকছে ডিম ভাত, মাছ ভাত ও সবজি ভাত। শনি ও রবিবার থাকছে মাংস। প্রচণ্ড গরমে এঁদের অনেকেই খাদ্য সংগ্রহে যেতে পারেন না। তাই টোটো করে তাঁদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন উন্নয়ন সমিতির সদস্যরা

হলদিয়া নাগরিক উন্নয়ন সমিতির উদ্যোগ দুষ্ট সম্বলহীন ভৱঘুরে দের   আজতেকে ১৫ দিন ৫০ তা মিল খাওনা হবে প্রসিডেন্ট অনিলকুমার জানা সম্পাদক শক্তিপদ ভুইয়া own contribution a করা হচ্ছে রেণুকা দাস জয়শ্রী জানা তপন দাস।

No comments