স্কুলের মিড ডে মিল এর সরঞ্জাম চুরিরাজ্য সরকারের নির্দেশেই প্রায় ৪৫ দিন স্কুল ছুটি পড়েছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে শোলাট স্কুলের মিড ডে মিলের সরঞ্জাম সহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গেল। শোলাট মহেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যা…
স্কুলের মিড ডে মিল এর সরঞ্জাম চুরি
রাজ্য সরকারের নির্দেশেই প্রায় ৪৫ দিন স্কুল ছুটি পড়েছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে শোলাট স্কুলের মিড ডে মিলের সরঞ্জাম সহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গেল। শোলাট মহেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার হাড়ি কড়া এবং ছাত্রদের খাবারের থালা বাসন চুরি হয়েছে তার সাথেই সিস্টেম সাউন্ড এবং জেরক্স মেশিন চুরি হয়েছে বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষক নাজির উদ্দিন । তিনি ভবানীপুর থানা অভিযোগ দায় করেন। কিন্তু তাঁর অভিযোগ পত্র নেওয়া হয়নি বলে জানিয়েছেন। পুলিশ তাকে জানিয়ে ছেন । পুলিশ তদন্ত করছেন যদি জিনিসগুলি পেয়ে যায় তাহলে অভিযোগ করার দরকার নেই । জানালেন প্রধান শিক্ষক নাজির উদ্দিন।
No comments