Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শঙ্খচিল এর আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান

শঙ্খচিল এর আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান প্রদীপ কুমার মাইতিঃ তমলুক-বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস। গত ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস অতিক্রান্ত। এই দুই মহান কবির স্মরণে 'রবীন্দ্র-নজরুল স্মরণ …

 





শঙ্খচিল এর আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান

 

 প্রদীপ কুমার মাইতিঃ তমলুক-বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস। গত ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস অতিক্রান্ত। এই দুই মহান কবির স্মরণে 'রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান' আয়োজিত হয় শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারক এর বন্ধন গেস্ট হাউস এর আনুষ্ঠানিক প্রেক্ষাগৃহে। হৃদয়ে রবীন্দ্রনাথ ও চেতনাতে নজরুল  ভাবনা নিয়েই শঙ্খচিলের এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংস্থার কবিতার - ছাত্র-ছাত্রী কবি ,সাহিত্যিক, নৃত্য প্রশিক্ষক সহ বিশিষ্ট মানুষজনেরা। 

শচীন প্রধান এবং পল্লব বাবু বলেন  অবক্ষয়ী সমাজে রবীন্দ্র-নজরুল চর্চার প্রাসঙ্গিকতা তুলে ধরা এবং পরাধীন দেশের অসহায় মানুষের মুক্তির জন্য রবীন্দ্রনাথ ও নজরুলের মতো বরেণ্য ব্যক্তিত্বগণ কলম ধরেছিলেন। তাঁরা চেয়েছিলেন শোষণমুক্ত সমাজের। তাঁদের সেই স্বপ্ন পূরণ করার জন্য আজ এই শপথ গ্রহণের মধ্যে ই কবি স্মরণে র সার্থকতা। 

সঙ্গীত-অালোচনা-অাবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে   শতাধিক মানুষের উপস্থিতিতে কবি স্মরণ অনুষ্ঠান সমাপ্ত হয়।

No comments