Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দাম্পত্য কলহে আত্মঘাতী যুবক

দাম্পত্য কলহে আত্মঘাতী যুবক বিষক্রিয়া খেয়ে মৃত্যু হল এক যুবকের।ওই যুবকের নাম সন্তোষ মন্ডল(২৯), বাড়ি হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত মহম্মদপুর গ্ৰামে।ছয় বছর আগে পেশায় গাড়ি চালক সন্তোষের সঙ্গে দেভোগের কিসমত শিবরাম নগর গ্ৰামে…

 
দাম্পত্য কলহে আত্মঘাতী যুবক

 বিষক্রিয়া খেয়ে মৃত্যু হল এক যুবকের।ওই যুবকের নাম সন্তোষ মন্ডল(২৯), বাড়ি হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত মহম্মদপুর গ্ৰামে।ছয় বছর আগে পেশায় গাড়ি চালক সন্তোষের সঙ্গে দেভোগের কিসমত শিবরাম নগর গ্ৰামের এক যুবতীর বিয়ে হয়,তাদের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিয়ের পর থেকেই বেশিরভাগ সময় সন্তোষ শ্বশুর বাড়িতে থাকতো। বিশেষ সূত্রে জানা যায় দিন কয়েক আগে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে ওই যুবকের ঝামেলা বাঁধে।পরে অবশ্য তা নিজেরাই সমাধান করে নেয়‌।এবং শ্বশুর মেয়ে ও জামাইকে নিজের বাড়িতে চলে যেতে নির্দেশ দেন।এরপর রবিবার রাতে ফের স্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে সন্তোষ।তারপরেই স্ত্রী ঘুমিয়ে গেলে সেই সুযোগে অভিমানে বাড়ির ছাদে উঠে বিষক্রিয়া খেয়ে ফেলে।স্ত্রীর ঘুম ভাঙতেই তার খোঁজ শুরু করলে,অচৈতন্য অবস্থায় তাকে ছাদে পড়ে থাকতে দেখে।এরপর ওই যুবতীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে।ক্রমশ অবস্থার অবনতি হওয়ায় তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানেই সোমবার ভোর রাতে মৃত্যু হয় ওই যুবকের।তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। তদন্তে নেমেছে পুলিশ।

No comments