Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য সরকারের ঘোষিত নিয়ম মেনে চাষীদের কাছ থেকে ধান কেনা হচ্ছে

রাজ্য সরকারের ঘোষিত নিয়ম মেনে চাষীদের কাছ থেকে ধান কেনা হচ্ছে
 মহিষাদল রাজবাড়ির ছোলাবাড়ি ময়দান থেকে মহিষাদল ব্লকের বোরো ধান চাষীদের কাছ থেকে সরকারি নিয়ম মেনে ধান কেনা হচ্ছে ।
প্রতি কুইন্টাল অর্থাৎ ১০০ কেজি ধানের দাম ১,৯৬০ টাক…

 





রাজ্য সরকারের ঘোষিত নিয়ম মেনে চাষীদের কাছ থেকে ধান কেনা হচ্ছে


 মহিষাদল রাজবাড়ির ছোলাবাড়ি ময়দান থেকে মহিষাদল ব্লকের বোরো ধান চাষীদের কাছ থেকে সরকারি নিয়ম মেনে ধান কেনা হচ্ছে ।


প্রতি কুইন্টাল অর্থাৎ ১০০ কেজি ধানের দাম ১,৯৬০ টাকা। ধান বিক্রয় কেন্দ্রে উপস্থিত চাষিরা জানিয়েছেন ,প্রতি এক কুইন্টালে ৪কেজি ৫০০ গ্রাম ধান বেশি নিচ্ছে । বেশি নেওয়ার কারণ উপস্থিত চাষীরাই জানিয়েছেন, আমাদের বোৱো অর্থাৎ তাইচুং ধান অনেকেরই ভিজা রয়েছে। ঠিকমতো শুকনো হয় না। তার জন্য এই ৪কেজি৫০০ গ্রাম বেশি নেওয়া হচ্ছে।


 সরকারের ঘোষিত নিয়ম অনুযায়ী প্রতি ডেসিমলে  ১৮কেজি ধান চাষীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। ধান বিক্রির পর টাকা পাওয়ার ক্ষেত্রেও কোন অসুবিধা হচ্ছে না। শেখ শফিউল্লা, ভাঙ্গা গড়া , বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েত ,নিরঞ্জন বেরা, অমৃত বেরিয়া গ্রাম পঞ্চায়েত ,লক্ষীকান্ত মন্ডল ,খালসাবামনপুর, সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েত এইসব চাষীদের একটাই অভিযোগ যে, নতুন করে কোন ধান বিক্রি করার রেজিস্ট্রেশন করা হচ্ছে না । এবং মালিকদের কাছ থেকে ভাগে জমি নিয়ে ধান চাষ করলে । মালিকপক্ষ জমির রেকর্ড দিচ্ছেনা ধান বিক্রির সময়। সেইসব চাষীদেরকে ফড়িয়ালদের হাতে কম দামে অর্থাৎ সস্তা দামে ধান বিক্রি করতে হচ্ছে।

No comments