Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রায় ২০০বছরের বেশি অমৃত বেড়িয়া গ্রামের প্রাচীনতম গ্রামীণ উৎসব চড়ক মেলায় দুই জমজ ভাই

প্রায় ২০০বছরের বেশি অমৃত বেড়িয়া গ্রামের প্রাচীনতম গ্রামীণ উৎসব চড়ক মেলায় দুই জমজ ভাই 
 বৈশাখ মাসের  সংক্রান্তিতে  মহিষাদল ব্লকের অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অমৃত বেড়িয়া গ্রামের দুই শিবমন্দির প্রাঙ্গণে গাজন তলায় চড়ক উৎ…

 





প্রায় ২০০বছরের বেশি অমৃত বেড়িয়া গ্রামের প্রাচীনতম গ্রামীণ উৎসব চড়ক মেলায় দুই জমজ ভাই 


 বৈশাখ মাসের  সংক্রান্তিতে  মহিষাদল ব্লকের অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অমৃত বেড়িয়া গ্রামের দুই শিবমন্দির প্রাঙ্গণে গাজন তলায় চড়ক উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হল । বাংলা বছরের একেবারে শেষে চৈত্র সংক্রান্তি তিথি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে গ্রামবাংলায় আয়োজিত হওয়া চড়ক উৎসব। হিন্দু ধর্মাবলম্বি  মানুষের এক পরিচিতি লোকায়ত উৎসব হিসাবে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে চড়ক। চৈত্র মাস ব্যাপী দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে যে গাজন উৎসব অনুষ্ঠিত হয় । মূলত সেই অনুষ্ঠানেরই অংশবিশেষ হল এই চড়ক উৎসব । আজ ও মহাসমারোহে শিবের চড়ক পুজো উৎসব অনুষ্ঠিত হল বৈশাখ মাসের সংক্রান্তি তিথিতে । গ্রামীণ জীবনযাপনের সঙ্গে আজও অঙ্গাঙ্গিভাবে জড়িত চড়ক উৎসব। গাজন তলায় আজও বৈশাখ মাসের শেষে শিবের গাজন উৎসব পালিত হয়। মেলায় জমজ দুই ভাই অর্ঘ্যও অর্ক কাঞ্জিলাল উপস্থিত হয়। প্রত্যন্ত গ্রামীণ এলাকার গ্রামীণ উৎসব চড়ক । আজ অমৃত বেড়িয়ার চড়ক মেলায় কচিকাঁচা থেকে শুরু করে বড়দের ভীড় ছিল চোখে পড়ার মত । প্রায় ২০০ বছরের বেশি প্রাচীনতম এই গ্রামীণ উৎসব চড়ক। এই চড়ক উৎসবকে কেন্দ্র করে ছোটখাটো একটি মেলা বসে যায় শীতলা মন্দির প্রাঙ্গণে বলে জানিয়েছেন পরিতোষ মিশ্র। পরিতোষ বাবু আর জানান ,এই লোকায়ত উৎসবকে কেন্দ্র করে কয়েক দিন ধরে গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনদের ভিড় পড়েছে ।

No comments