Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী মান্না দে-র জন্মদিনে সঙ্গীতের আসর

সঙ্গীতশিল্পী মান্না দের জন্মদিন পালনে সঙ্গীত সন্ধ্যা

বড়বাড়ি গ্রামের সঙ্গীতশিল্পী মান্না দের জন্মদিন পালনে সঙ্গীত সন্ধ্যাপূর্ব মেদিনীপুর জেলার বাড়ি গ্রামে সৌম্য শিষ সামন্ত নিজ উদ্যোগে সঙ্গীতশিল্পী মান্না দে এর জন্মদিন পালন দ্বিত…

 



সঙ্গীতশিল্পী মান্না দের জন্মদিন পালনে সঙ্গীত সন্ধ্যা



বড়বাড়ি গ্রামের সঙ্গীতশিল্পী মান্না দের জন্মদিন পালনে সঙ্গীত সন্ধ্যা

পূর্ব মেদিনীপুর জেলার বাড়ি গ্রামে সৌম্য শিষ সামন্ত নিজ উদ্যোগে সঙ্গীতশিল্পী মান্না দে এর জন্মদিন পালন দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। উপস্থিত রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে আগত বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি বর্গ বর্গ।

প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী মান্না দে-র জন্মদিনে সঙ্গীতের আসর

 চোখের সামনের সব কিছু কালো পর্দায় মোড়া৷ অন্তরের আলোকেই দেখে আকাশভরা সূর্য-তারার পৃথিবী৷ ছোট থেকেই সৌম্যশিষ একটি বিশেষ গুণের অধিকারী।যে কোনও গান এক বার শুনলে হুবহু তা গাইতে পারে। হলদিয়া শিল্পশহর লাগোয়া দেভোগের বড়বাড়ি গ্ৰামের বাসিন্দা সৌমশিস সামন্ত।জন্ম থেকেই জন্মান্ধ।কিন্তু সকলের থেকে অনেক অনেক বেশি দেখে অন্তর দিয়ে । 

সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে,লকডাউন পর্বে ঠিক দু'বছর আগে ১ লা মে ২০২০ সালে  প্রবাদ-প্রতিম সঙ্গীত শিল্পী মান্না দে-র জন্মদিন পালন করেছিল অনলাইনে।এরপর দীর্ঘ দু'বছর ধরে নিয়মিত প্রায় ষাটটি অনলাইন সঙ্গীত-আসর পরিচালনা করেছে।চলতি বছর ১ লা মে রবিবার সেই মান্না দে-র জন্মদিনে তার নিজের বাড়িতে আয়োজন করেছিল সঙ্গীতের আসর।সৌমশিসের ছাত্র-ছাত্রীদের নজরকাড়া উপস্থাপনের পাশাপাশি ছিল বড়দের মনছোঁয়া অনুষ্ঠান।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ মহাবিদ্যালয় এর প্রাক্তন অধ্যাপক প্রভাষ সামন্ত, উপস্থিত  ছিলেন পরান চক হাইস্কুলের প্রধান শিক্ষক সাহিত্যিক কবি প্রান নাথ শেঠ, মনোহরপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক বিল্ব পদ ভূঞ্যা।ছিলেন হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গা পদ মিশ্র, সমীররঞ্জন মাইতির পার্কারসন,নন্দলাল দাস-প্রদীপ বাগ-এর সঙ্গত, সন্দীপ সিংহরায়-এর আবৃত্তি, সৌমশিস এবং অনন্যা দাস-এর সঙ্গীত উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।সৌমশিস এভাবেই এগিয়ে যাবে তার গানের ডালি নিয়ে আশাবাদী হলদিয়ার সঙ্গীত অনুরাগীরা।তাকে দেখে অনুপ্রাণীত তার ছাত্রছাত্রীরাও।সঙ্গীত পরিবেশন করেন প্রেরণা দাস, সুবর্ন চক্রবর্তী, অঙ্কিতা মাইতি  কবিতা ও তবলা লহরা তুরিঙ্ক  মুখার্জি ,গার্গী চক্রবর্তী, মৈত্রী চক্রবর্তীএবং কবিতায় অঙ্কিতা মাইতি সুবর্ণ চক্রবর্তী  এবং দোলন বিজলী, নৃত্য পরিবেশন করেন কথা চক্রবর্তী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অনন্যা দাস।


No comments