Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিপিএম এবং শুভেন্দু হলদিয়ার শ্রমিকদের ক্ষতি করেছে- কুনাল

সিপিএম এবং শুভেন্দু হলদিয়ার শ্রমিকদের ক্ষতি করেছে- কুনাল
হলদিয়ায় শ্রমিকদের ক্ষতি করেছে সিপিএম। পরে সেই শোষণযন্ত্রে শান দিয়েছেন শুভেন্দু অধিকারী। অবস্থার পরিবর্তন ছিল দূর অস্ত। ঘুরপথে নিজের উদ্দেশ্যসাধন করেছেন। তাঁর মুখে শ্রমিক…

 


সিপিএম এবং শুভেন্দু হলদিয়ার শ্রমিকদের ক্ষতি করেছে- কুনাল


হলদিয়ায় শ্রমিকদের ক্ষতি করেছে সিপিএম। পরে সেই শোষণযন্ত্রে শান দিয়েছেন শুভেন্দু অধিকারী। অবস্থার পরিবর্তন ছিল দূর অস্ত। ঘুরপথে নিজের উদ্দেশ্যসাধন করেছেন। তাঁর মুখে শ্রমিকদের অধিকার রক্ষার আওয়াজ তোলা ছিল, সান্ত্বনা পুরস্কার। লাভের গুড়ে বড় থাবা বসিয়েছিলেন শুভেন্দু।  হলদিয়ায় পৌঁছে স্পষ্ট অভিযোগ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ব্যক্তিগত কাজে এসে তিনি সকালে নন্দীগ্রাম জমিরক্ষা আন্দোলনের চারণকবি মধুসূদন মণ্ডল ওরফে নারায়ণের সঙ্গে দেখা করেন। তৃণমূল সমর্থক মধুসূদন কুণালকে পারিবারিক সমস্যার কিছু কথা জানান। পরে সাংবাদিকদের কাছে হলদিয়ায়র শ্রমিক প্রসঙ্গ টেনে কুণাল বলেন, “হলদিয়ায় শ্রমিক স্বার্থ দেখার নামে শ্রমিক শোষণ হয়েছে। আগে সিপিএম একচেটিয়া শোষণ করেছে। পরে শুভেন্দু দায়িত্ব পেয়ে শ্রমিককল্যাণে কোনও কাজ করেননি। সিপিএম এবং শুভেন্দু হলদিয়ার শ্রমিকদের ক্ষতি করেছে।" রাজ্যের পাশাপাশি আইএনটিটিইউসি-র রাজ্য নেতৃত্ব হলদিয়ায় উদ্যোগী বলেও জানান তিনি। বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে হলদিয়ার সামগ্রিক উন্নতি চাই। বিশেষ গুরুত্ব পাচ্ছেন শ্রমিকরা। মন্ত্রী মলয় ঘটক এবং আইএনটিটিইউসি র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শ্রমিক স্বার্থসুরক্ষার বিষয় দেখছেন। শ্রমিকদের প্রভূত উন্নতি হবে। ভুয়া শ্রমিক দেখিয়ে টাকা তোলার দিন শেষ।'

No comments