Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নার্সিংহোমে ভর্তি থেকেই ফাইনাল পরীক্ষা দিল ছাত্রী

নার্সিংহোমে ভর্তি থেকেই ফাইনাল পরীক্ষা দিল ছাত্রী

পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১নং ব্লকের যোগদা সৎসঙ্গ পালপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্লাস ইলেভেনের ছাত্রী সংগীতা দাস বাড়ির উঠানে উঠতে গিয়ে পড়ে ডান হাত ভেঙ্গে যায়। রবিবার বিকেলে …

 




নার্সিংহোমে ভর্তি থেকেই ফাইনাল পরীক্ষা দিল ছাত্রী



পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১নং ব্লকের যোগদা সৎসঙ্গ পালপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্লাস ইলেভেনের ছাত্রী সংগীতা দাস বাড়ির উঠানে উঠতে গিয়ে পড়ে ডান হাত ভেঙ্গে যায়। রবিবার বিকেলে সঙ্গে সঙ্গে তমলুকে এক বেসরকারী নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল এবং সোমবার বেলা ১টায় অপারেশন হয়। আজ মঙ্গলবার  Chamestry পরিক্ষা থাকায় বাড়ির লোক স্কুলের প্রধান শিক্ষিকার কাছে দরখাস্থ দেয়। স্কুল কর্তৃপক্ষ বলে বোর্ডের সঙ্গে কথা বলে মঙ্গলবার বলা হবে। তৎক্ষণাৎ স্থানিয় শিক্ষক ও সংবাদ বিভাগের সঙ্গে যুক্ত গৌতম কুমার নায়েকের ছাত্রীর পিতা গোবিন্দ প্রসাদ দাস বলেন গৌতম বাবু বিষয়টি WBTSTA  পটাশ পুর ১ সভাপতি গোপাল চন্দ্র শাসমল কে বলেন । গোপাল বাবু সঙ্গে সঙ্গে AI সমরেন্দ্র হাজরা বাবুকে বিষয়টি বলেন সমরেন্দ্র বাবু ছাত্রীর পরিক্ষা কথা জানার পরে তিনি রাইটার নিয়ে নার্সিং হোমে পরিক্ষায় বসতে পারবেন বলে  জানান গোপাল বাবুকে। গোপাল বাবু সঙ্গে সঙ্গে পালপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শান্তি মাইতিকে বলেন বিষয়টি ওভার টেলিফোনে গৌতম বাবুকে এবং ম্যাডামের সঙ্গে কথা বলান সেই মতোই ম্যাডাম ইনচার্জ কে বলেন এবং আজকের স্কুলের একজন স্টাফ প্রশ্নপত্র ও খাতা নিয়ে ওই ছাত্রীকে দিয়ে এলে ঐ পরিক্ষার্থী নার্সিংহোমেই পরীক্ষা দেয় । এতেই ছাত্রীর পিতা গোবিন্দ খুবই আনন্দিত হয় কারণ তাঁর মেয়ে পরীক্ষা দিতে পেরেছে তাই খুশি তিনি। পাশাপাশি তিনি গৌতম বাবু ও গোপাল বাবু‌,AI সমরেন্দ্র হাজরা সহ স্কুলের প্রধান শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষ দের সাধুবাদ জানায়।

No comments