Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেধা বৃত্তি স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের জন্য

মেধা বৃত্তি স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের জন্যবিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের জন্য Jagadish Bose National Science Talent Search (JBNSTS) এর একটি উ…

 


মেধা বৃত্তি স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের জন্য

বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের জন্য Jagadish Bose National Science Talent Search (JBNSTS) এর একটি উদ্যোগ। দ্বাদশ শ্রেণীর পর যে ছাত্রীরা তাদের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে চায় কিন্তু আর্থিক অনটনের জন্য চালিয়ে নিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে, সেই সকল ছাত্রীদের জন্যই এই বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ ২০২২। এই স্কলারশিপটি কেবলমাত্র ছাত্রীদের জন্যই। কোন কোন ছাত্রীরা এই স্কলারশিপের আবেদন করতে পারবে, কিভাবে স্কলারশিপের আবেদন করতে হবে? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো আজকের এই পোস্টে। চলুন জেনে নেওয়া যাক।

• বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ ২০২২ আসলে কি অর্থাৎ এই স্কলারশিপের উদ্দেশ্য কি?

Jagadish Bose National Science Talent Search (JBNSTS) এর তরফ থেকে পশ্চিমবঙ্গের সেই সকল ছাত্রীরা যারা দ্বাদশ শ্রেণীর পর তাদের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে চায় কিন্তু আর্থিক অভাবের জন্য চালিয়ে নিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে সেই সকল ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করার উদ্দেশ্যে অর্থাৎ পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ।


কোন কোন ছাত্রীরা বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপে আবেদন করতে পারবে অর্থাৎ এই স্কলারশিপের আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?

(১) আবেদনকারী ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গবাসী ভারতীয় নাগরিক হতে হবে।

(২) আবেদনকারী ছাত্রীকে তার উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষা আবেদন করার বছরেই পাশ করতে হবে।

(৩) আবেদনকারী ছাত্রীকে বেসিক সাইন্স/মেডিসিন/ইঞ্জিনিয়ারিং এই স্ট্রিম গুলিতেই পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে হবে।

(৪) আবেদনকারী ছাত্রীকে দ্বাদশ শ্রেণীর পর আন্ডার-গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য ভর্তি হতে হবে।

(৫) কেবলমাত্র ডিগ্রী কোর্সের ছাত্রীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, ডিপ্লোমা কোর্সে ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।

আবেদনকারী ছাত্রী জগদীশ বোস ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট সার্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেরিট লিস্টে সিলেক্টেড হলেই এই বৃত্তিটি পাবে।

• বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ ২০২২ এর থেকে কি কি সুবিধা পাওয়া যাবে?

বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ এর বৃত্তিটি দেওয়া হয় Jagadish Bose National Science Talent Search (JBNSTS) এর তরফ থেকে।

(১) এই স্কলারশিপে ৫ বছর ধরে মাসিক ২০০০ টাকা দেওয়া হয়ে থাকে অর্থাৎ ১ বছরে ২৪,০০০ টাকা।

(২) এছাড়াও বার্ষিক ২০০০ টাকা অতিরিক্ত দেওয়া হয় বই কেনার খরচের জন্য।

(৩) এছাড়াও ছাত্রীকে বিনামূল্যে অ্যাকাডেমিক ও ক্যারিয়ার কাউন্সেলিং এর সুবিধা দেওয়া হয় বিভিন্ন সেমিনার এর মাধ্যমে।

(৪) যেকোনো প্রজেক্ট ওয়ার্ক এর জন্য ভ্রমণ জাতীয় প্রোগ্রামগুলো সুবিধা দেওয়া হয় এই স্কলারশিপের তরফ থেকে।

• বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ ২০২২ এ কীভাবে আবেদন করা যাবে?

এই স্কলারশিপের আবেদন করার জন্য Jagadish Bose National Science Talent Search (JBNSTS) এর অফিশিয়াল ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন না করতে চাইলে, অনলাইন থেকে আবেদনপত্র টি ডাউনলোড করে তা প্রিন্ট আউট করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

• অফলাইনে আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- 1300 Rajdanga Main Road, Kolkata- 700107, West Bengal

• আবেদন ফি:- আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা।

• বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপে আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন?

(১) আবেদনকারী ছাত্রীর পাসপোর্ট সাইজের ফটোকপি।

(২) সিগনেচার।

(৩) দ্বাদশ শ্রেণির মার্কশিট ও সার্টিফিকেট।

(৪) নতুন কোর্সে ভর্তি হওয়ার প্রমাণপত্র।

• বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ ২০২২ এ আবেদন করার লাস্ট ডেট কবে?

১ লা জুন, ২০২২ তারিখ থেকে এই স্কলারশিপের আবেদন করা যাবে। স্কলারশিপে আবেদন করার লাস্ট ডেট ৩০ শে জুন, ২০২২ (টেন্টেটিভ)। জগদীশ বোস ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট সার্চ পরীক্ষাটি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে।

No comments