Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টাটা স্টিলের বেতনচুক্তির সময় শ্রমিকদের সম্মতিপত্রে সই করাতে গিয়ে আইএনটিটিইউসির জেলা সভাপতি শিবনাথ সরকারের বিরুদ্ধে বিএমএস নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল

টাটা স্টিলের বেতনচুক্তির সময় শ্রমিকদের সম্মতিপত্রে সই করাতে গিয়ে আইএনটিটিইউসির জেলা সভাপতি শিবনাথ সরকারের বিরুদ্ধে বিএমএস নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল
 শ্রমিক অসন্তোষ ঠেকাতে তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে হলদিয়া শিল্পাঞ্চলে…


  •  

টাটা স্টিলের বেতনচুক্তির সময় শ্রমিকদের সম্মতিপত্রে সই করাতে গিয়ে আইএনটিটিইউসির জেলা সভাপতি শিবনাথ সরকারের বিরুদ্ধে বিএমএস নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল


 শ্রমিক অসন্তোষ ঠেকাতে তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে হলদিয়া শিল্পাঞ্চলে একের পর এক শিল্প সংস্থায় আইএনটিটিইউসির উদ্যোগে শ্রমিকদের নতুন বেতনচুক্তির প্রক্রিয়া শুরু হল। শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আগামী ৩মাসের মধ্যে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে বিভিন্ন কারখানার প্রায় ২৫হাজার শ্রমিক কর্মচারীর নয়া বেতনচুক্তি সম্পন্ন হবে বলে দাবি আইএনটিটিইউসির। ২০২০সাল থেকে হলদিয়ার বিভিন্ন কারখানায় শতাধিক ইউনিটে নতুন বেতনচুক্তি বা সিওডি বকেয়া রয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা। ইতিমধ্যেই রুচি ভোজ্যতেল কারখানায় সিওডি হয়েছে। চার বছরের সিওডিতে এদের প্রায় ৩৮শতাংশ বেতন বৃদ্ধি হচ্ছে। টাটা স্টিল এন্ড পাওয়ারে(হুগলি মেটকোক) সিওডি প্রক্রিয়া চলছে। এদের প্রায় ৫০শতাংশ বেতন বৃদ্ধি হবে। এই মুহূর্তে হলদিয়ায় আরও ২০টি শিল্প ইউনিটে সিওডি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। 

এদিকে, হলদিয়ার টাটা স্টিলের বেতনচুক্তির সময় শ্রমিকদের সম্মতিপত্রে সই করাতে গিয়ে আইএনটিটিইউসির জেলা সভাপতি শিবনাথ সরকারের বিরুদ্ধে বিএমএস নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। বিএমএসের টাটা স্টিল ইউনিটের সভাপতি চন্দন প্রামানিককে শিবনাথবাবু জোর করে সই করানোর জন্য হুমকি দেন বলে অভিযোগ। চন্দনবাবু সিওডির কয়েকটি শর্তে আপত্তি করেছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান বিএমএসের রাজ্য নেতা প্রদীপ বিজলি ও পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক সত্য গুড়িয়া। শিবনাথবাবু বলেন, হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। আইএনটিটিইউসি সংগঠনের সদস্য, বিরোধী সংগঠনের সদস্য সমস্ত শ্রমিকের মতামত নিয়েই শ্রমিক স্বার্থে চুক্তির জন্য উদ্যোগী হয়েছে। তিনি বলেন, শ্রমিকদের সুরক্ষার জন্য বরং আইএনটিটিইউসি ঠিকাদারদের পরামর্শ দিয়েছে, প্রতিটি কারখানায় তাদের কত শ্রমিক কাজ করছেন, নতুন কত নিয়োগ হয়েছে এবং ওই শ্রমিকদের পিএফ নম্বর সহ তার তালিকা শ্রম দপ্তরে ও পুলিস সুপারের কাছে জমা দিতে হবে

No comments