Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাথমিক বিদ্যালয় পরিকাঠামো উন্নয়নের জন্য ছাত্র ছাত্রীদের বিক্ষোভ

প্রাথমিক বিদ্যালয় পরিকাঠামো উন্নয়নের জন্য ছাত্র ছাত্রীদের বিক্ষোভ

 দীর্ঘদিন ধরে প্রাথমিক স্কুলের অবস্থা ভগ্নপ্রায়। স্কুলের ক্লাস হয় খোলা আকাশের নীচে। বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা।


তাই এবার প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়াদে…

 

প্রাথমিক বিদ্যালয় পরিকাঠামো উন্নয়নের জন্য ছাত্র ছাত্রীদের বিক্ষোভ



 দীর্ঘদিন ধরে প্রাথমিক স্কুলের অবস্থা ভগ্নপ্রায়। স্কুলের ক্লাস হয় খোলা আকাশের নীচে। বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা।




তাই এবার প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে অভিভাবকেরা বিডিও অফিসে অভিনব কায়দায় ছাত্রছাত্রীরা ব্লকের বিডিও'র কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েত এলাকার ছত্রী-১ নম্বর প্রাথমিক স্কুলের ঘটনা। প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে স্কুলের অবস্থা খুবই শোচনীয়। স্কুলে কোন শৌচাগার নেই। পাশাপাশি আমাদের সুরক্ষাও নেই। যতক্ষণ না সমস্যার সমাধান না হবে আমরা আমাদের অবস্থানে অনড় থাকবো। স্কুলের শিক্ষক সঞ্জীব সাউ জানিয়েছেন, আমরা এ বিষয়ে বহুবার এসআই এবং বিডিও'র দ্বারস্থ হয়েছি। কিন্তু কোন লাভ হয়নি। তবে এ দিন আমাদের অভিভাবকেরা ব্লকে অবস্থান বিক্ষোভে নিয়ে এসেছে। দেখা যাক কি হয়! কিন্তু ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা জানিয়েছেন, যেখানে নেতা-মন্ত্রীদের ঝাঁ চকচকে বাড়ি রয়েছে। তাহলে প্রাথমিক স্কুলের এ কি অবস্থা? সত্যিই শিশুদের অপরাধ কি? এভাবেই খোলা আকাশের নীচে একবিংশ শতাব্দীতেও বসে ক্লাস করতে হচ্ছে। যা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু যদি কোন সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা এভাবে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। তবে এ প্রসঙ্গে এগরা-১ পঞ্চায়েত সমিতির প্রশাসনিক সভাপতি অমিয় কুমার রাজ জানিয়েছেন, আমরা বিষয়টি জেলায় সংশ্লিষ্ট দফতরে জানিয়েছি। তবে স্কুলের ব্যাপারটা আমাদের বিশেষ নজরে আছে। অবিলম্বে সমস্যার সমাধান হবে।

No comments