Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দকুমার ব্লকে নোনা জলে ভেনামী চিংড়ি চাষ করার জন্য মৎস্যচাষীদের হাতে চিংড়ির চারা তুলে দিলেন- বিধায়ক

নন্দকুমার ব্লকে নোনা জলে ভেনামী চিংড়ি চাষ করার জন্য মৎস্যচাষীদের হাতে চিংড়ির চারা তুলে দিলেন- বিধায়ক
 পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকে ৪৭০০ হাজার ভেনামী চিংড়ির চারাও বায়ু সঞ্চালন যন্ত্র বিতরণ করা হল। উপস্থিত মোট আটজন উপ…

 




 নন্দকুমার ব্লকে নোনা জলে ভেনামী চিংড়ি চাষ করার জন্য মৎস্যচাষীদের হাতে চিংড়ির চারা তুলে দিলেন- বিধায়ক


 পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকে ৪৭০০ হাজার ভেনামী চিংড়ির চারাও বায়ু সঞ্চালন যন্ত্র বিতরণ করা হল। উপস্থিত মোট আটজন উপভোক্তা মৎস্যচাষীকে নোনা জলে অর্থাৎ ভেড়িতে ভেনামী, পারশে ও ভাঙ্গন চিংড়ির চারা চাষ করার জন্য দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে মৎস্য সামগ্রী ও চিংড়ির চারা হাতে তুলে দেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস ,পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অনিন্দ্য সুন্দর পড়ুয়া ও মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মাধ্যক্ষ স্বামী উল্লা খান প্রমূখ । চাষীদের মধ্যে উপস্থিত ছিলেন আশীষ অধিকারী, গ্রাম -পরমহংস পুর ৪০ বিঘা জল জমির ভেড়িতে ভেনামী চাষ ,রঞ্জিত দাস, গ্রাম -কলাগেছা   ১৫ বিঘা, মলয় গিরি, গ্রাম --সরবেড়্যা জলপাই ৪০ বিঘা ভেড়ি ও ভাস্কর পাড়ই ৪০বিঘা। বিধায়ক সুকুমার দে জানিয়েছেন, এই ব্লকে আর ও মৎস্যচাষীদের কে নোনা জলে চিংড়ির চাষ করার জন্য চিংড়ি চারা বিতরণ করা হবে।এক--একজন উপভোক্তা মৎস্যচাষীদের কে ৭৫ হাজার টাকার বেশি মৎস্য সামগ্রী  তুলে দেওয়া হয়েছে।

No comments