Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্ৰামীণ কালীপুজোয় মাতল চাউলখোলা গ্ৰামের মানুষ

গ্ৰামীণ কালীপুজোয় মাতল  চাউলখোলা  গ্ৰামের মানুষ
 শিল্প শহর লাগোয়া হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের বড়বাড়ি ও চাউলখোলা গ্ৰামের শতাব্দী প্রাচীন কালীপুজোয় মেতে উঠলো দুই গ্ৰামের মানুষ।শনিবার থেকে দুই গ্ৰামে শুরু হয়েছে তিন দিনের …

 




গ্ৰামীণ কালীপুজোয় মাতল  চাউলখোলা  গ্ৰামের মানুষ


 শিল্প শহর লাগোয়া হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের বড়বাড়ি ও চাউলখোলা গ্ৰামের শতাব্দী প্রাচীন কালীপুজোয় মেতে উঠলো দুই গ্ৰামের মানুষ।শনিবার থেকে দুই গ্ৰামে শুরু হয়েছে তিন দিনের পুজো।পাশাপাশি পুজো উপলক্ষে বসেছে হরেকরকম দোকান সহ মেলা।ক'দিন ধরে পালা কীর্তন,যাত্রা ও বিচিত্রাঅনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বড়বাড়ি গ্ৰামের দক্ষিণ-পূর্ব পল্লীর গ্রামবাসীদের উদ্যোগেই প্রত্যেক বছর অষ্টমীর পূণ্য লগ্নে মহাকালী আরাধনায় মেতে উঠেন গ্রামের মানুষ।অন‍্যদিকে চাউলখোলা গ্ৰামের উত্তর পল্লী গ্ৰামবাসীদের উদ‍্যোগে কালী পুজা হয়।পুজো কে ঘিরে দুই গ্রামের প্রত‍্যেক বাড়িতে আত্মীয় পরিজন আসেন।এই পুজো উপভোগ করার জন‍্য শনিবার সন্ধ্যায় আশপাশের গ্ৰামের মানুষ ভিড় জমায়।সারা রাত্রী ধরে বলিদান ও আতসবাজী উপভোগ করেন দর্শনার্থীরা।চাউলখোলা গ্ৰামীণ কালীপুজো কমিটির সদস‍্য মেঘনাথ দাস বলেন "করোনার দাপট কমেছে,এই আবহে গ্ৰামে কালীপুজো হচ্ছে।কয়েকদিন উচ্চমাধ্যমিক পরীক্ষার বিরতি রয়েছে,তাই আট থেকে আশি সবাই আনন্দে মেতে উঠেছে"

No comments