Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি আদালতের আইনজীবী ও ল-ক্লার্ক, হলদিয়াতে সিবিআইয়ের অস্থায়ী অফিসে হাজিরা দিলেন ১ জন আইনজীবী ৩ জন ল-ক্লার্ক

কাঁথি আদালতের আইনজীবী ও ল-ক্লার্ক, হলদিয়াতে সিবিআইয়ের অস্থায়ী অফিসে  হাজিরা দিলেন গত  একুশে বিধানসভা নির্বাচনের সময় কাঁথি ৩ ব্লকের তৃণমূল নেতার নন্দ মাইতিকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের …

 



কাঁথি আদালতের আইনজীবী ও ল-ক্লার্ক, হলদিয়াতে সিবিআইয়ের অস্থায়ী অফিসে  হাজিরা দিলেন 

গত  একুশে বিধানসভা নির্বাচনের সময় কাঁথি ৩ ব্লকের তৃণমূল নেতার নন্দ মাইতিকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় নাম জড়িয়েছিল এলাকারই বাসিন্দা জন্মঞ্জয় দলাইয়ের। ওই ব্যক্তি এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। ভোট পরবর্তী সময় ওই বিজেপি কর্মী জন্মঞ্জয় দলাইকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর ফাঁকা মাঠে থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার করে পুলিশ। বিজেপির তরফে অভিযোগ তোলা হয়, তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরাই এই কাজ করেছে। মৃত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। পরবর্তীতে সেই তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এদিকে বিজেপি কর্মীর খুনের ঘটনা অভিযুক্ত বেশ কয়েকজন তৃণমূল নেতা ও কর্মী শর্তসাপেক্ষে জামিন পান। সেই মামলায় যে আইনজীবী ও ল-ক্লার্করা অভিযুক্তদের জামিনের সঙ্গে জড়িত ছিলেন, তাদের নোটিস দিল সিবিআই। বৃহস্পতিবার হলদিয়াতে সিবিআইয়ের অস্থায়ী অফিসে তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, বিজেপি কর্মী জন্মঞ্জয় দলাই খুনের ঘটনায় বেশ কয়েকজন স্থানীয় দাপুটে তৃণমূল নেতার নাম যুক্ত রয়েছে। এবার সেই তৃণমূল নেতাদের যারা জামিন করিয়েছিলেন যে আইনজীবী ও ল-ক্লার্করা, তাঁদের হাজিরার নোটিসে পরিপেক্ষিতে তিন জন ল-ক্লার্ক  এবং এক জন আইনজীবী হাজিরা দেন তারা জানালেন সিবিআই আমাদের যে প্রশ্ন করেছিলেন আমরা উত্তর দিয়েছি। আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমরা কথা এবং ব্যবহারের সন্তুষ্ট ।তবে আমরা প্রতিদিনের মতো রোজগার হলনা।আমরা দুঃখিত যেমন আজকের ইনকাম হলো না ঠিক তেমনি ভাবে বহুদূর থেকে গাড়ি ভাড়া করে আসা সেজন্যই কষ্টবোধ হয়েছে। 


No comments