Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বপ্নগুলি লিপিবদ্ধ মৃত্তিকার নোটবুকে !হলদিয়ার রূপকার ডঃ লক্ষণ চন্দ্র শেঠ মহাশয়ের জন্মবার্ষিকী-শ্যামল সেন

হলদিয়ার রূপকার ডঃ লক্ষণ চন্দ্র শেঠ মহাশয়ের                     জন্মবার্ষিকী 
স্বপ্নগুলি লিপিবদ্ধ মৃত্তিকার !হলদিয়ার রূপকার ডঃ লক্ষণ চন্দ্র শেঠ মহাশয়ের জন্মবার্ষিকী-শ্যামল সেন
'স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো বরং স্বপ্ন সে…

            


   হলদিয়ার রূপকার ডঃ লক্ষণ চন্দ্র শেঠ মহাশয়ের                     জন্মবার্ষিকী 


স্বপ্নগুলি লিপিবদ্ধ মৃত্তিকার !হলদিয়ার রূপকার ডঃ লক্ষণ চন্দ্র শেঠ মহাশয়ের জন্মবার্ষিকী-শ্যামল সেন


'স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো বরং স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না'। প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী এপিজে আবুল কালাম আজাদের কথাগুলি তাঁর ক্ষেত্রে সত্য। স্বপ্ন তাঁর কাছে বাস্তবিকই জাগরণের মতো। স্বপ্নকে তিনি ওয়াল্ট ডিজনির কথায়, 'ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস আর নিয়মিত কাজ করার' মধ্য দিয়ে বন্দর শহরের মাটিতে নামিয়ে এনেছেন। তিনি প্রতি পদে প্রতিকূলতাকে সঙ্গী করে জীবনের পথ হেঁটেছেন, কিন্তু ভয়ে পিছিয়ে তাঁর স্বপ্নকে নষ্ট হতে দেন নি। পোলিওর টিকা আবিষ্কর্তা আমেরিকান চিকিৎসা বিজ্ঞানী জোনাস সাল্কের মতো তিনিও মনে করেন, ' আমার স্বপ্নের কারণে আমি আমার দুঃস্বপ্নকে পরাজিত করতে পেরেছি'। স্বপ্নকে লক্ষ্য বানিয়ে তাকে অর্জনের জন্য তিনি পরিশ্রম করেছেন পাঁচ দশকের বেশি সময়। সেই অর্জন নদীপারের মৎস্যজীবী গ্রামগুলিকে প্রাণচঞ্চল শহরে বদলে ফেলার গল্প। বন্দর আর তাকে ঘিরে কয়েকটি শিল্পকারখানা মানে একটি শহর নয়। নাগরিক জীবনে গতির সঙ্গে প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে মেধার বিকাশে বিশেষ আলোকপ্রাপ্তির প্রয়োজন হয়। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতির ক্ষেত্রে নাগরিক কিছু শর্ত থাকে। একটি পূর্ণাঙ্গ শহর গড়তে নাগরিক শর্ত পূরণের যাবতীয় দায় তিনি সেদিনই নিয়েছিলেন, যেদিন এক তরুণ তুর্কি রূপে জনপ্রতিনিধি হলেন আশির দশকে। বন্দর শ্রমিকদের সঙ্গে ব্যারাকে শুয়ে আকাশের তারা দেখতে দেখতে আগামীর হলদিয়ার রূপকথা গেঁথেছিলেন ইতিহাস ও আইন নিয়ে সদ্য বিশ্ববিদ্যালয় পাশ করা যে যুবক, তিনি তিয়াত্তরের জন্মদিনে 'রূপকার' শব্দবন্ধে বারবার আবেগপ্রবণ হয়ে ওঠেন, হলদিয়ার জন্য ভালবাসার আরও কিছু 'স্বপ্ন'কে কীভাবে উদ্ভাসিত করবেন তার আলেখ্য লিপিবদ্ধ হয় বিশ্বস্ত সময়ের নোটবুকে। তিনি হলদিয়ার এনসাইক্লোপিডিয়া। বন্দর থেকে পেট্রকেম, কারখানার শ্রম ও ঘামের কাছে তিনি আজও বিশ্বস্ত সেনানী। রাজনীতিজারিত জীবনেই তিনি শ্রমিকের জন্য লড়েন, প্রশাসকের মহিমায় নীতিনির্ধারণ করেন, শিল্পের সঙ্গে শ্রমিকের চাহিদা মেলান জীবনের যোগ রেখে অনন্য কৌশলে, শহরকে কর্মমুখী করেন নলেজ সিটি'র নয়া ধারনায়। রাজনীতি রাষ্ট্র ও সমাজের মূল নিয়ন্ত্রক বলে মনে করেন তিনি। রাজনীতির মানুষ যদি নিজের জন্মভূমি ভালবেসে স্বপ্ন না দেখে, জন্মভূমির জন্য আত্মশ্লাঘা, গৌরব অনুভব না করে, তাহলে অস্তিত্বের সঙ্কট অনুভূত হয় সমাজে। হলদিয়াকে একদশকের বেশি সময় সেই সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়ে নতুন করে এই মানুষটির কথাই ভাবতে হচ্ছে। বিতর্কের মুখোমুখি দাঁড়াতে তিনি বরাবরই সাহসী। প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ এখন নিজেই একটি পৃথিবী হয়ে উঠেছেন।

No comments