সরকারি টাকায় ব্যক্তিগত কাজ, অভিযুক্ত পূর্ত কর্মাধ্যক্ষ
সরকারি টাকায় নিজের পুকুরের পাড় বাঁধানোর অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। যা নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগও জমা পড়েছে। অভিযোগ, সুতাহাটা ব্লক তৃণমূল সভাপতি তথা সুতাহাটা পঞ…
সরকারি টাকায় ব্যক্তিগত কাজ, অভিযুক্ত পূর্ত কর্মাধ্যক্ষ
সরকারি টাকায় নিজের পুকুরের পাড় বাঁধানোর অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। যা নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগও জমা পড়েছে। অভিযোগ, সুতাহাটা ব্লক তৃণমূল সভাপতি তথা সুতাহাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য তুষার মাইতির ২০২১-'২২ অর্থবর্ষে ১০০ দিনের কাজের টাকা দিয়ে নিজের ব্যক্তিগত পুকুরের পাড় বাঁধাছেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকায় একাধিক সড়ক বেহাল হয়ে পড়ে রয়েছে। বারবার সেগুলি সংস্কারের জন্য দাবি জানানো হয়েছে। কিন্তু সে সব কাজ না করে সরকারি টাকায় নিজের ঘর গোছাচ্ছেন তৃণমূল নেতারা।
বিজ্ঞাপন- কাজের খবর
স্থানীয় এক গ্রামবাসীর কথায়, “এই কাজের জন্য খরচ বরাদ্দ হয়েছিল ৩ লক্ষ ৬২ হাজার টাকা। কিন্তু সেই টাকা ওই তৃণমূল নেতাদের ব্যক্তিগত স্বার্থে কাজে লাগানো হচ্ছে।
যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই তৃণমূল নেতা তুষার মাইতি বলেন, “এই কাজের কথা স্থায়ী কমিটিতে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছিল। সর্বসম্মতিক্রমে কাজটি হয়েছে। এর সাথে কোনও ব্যক্তিগত স্বার্থ নেই।” সুতাহাটার বিডিও আসিফ আনসারি বলেন, “অভিযোগ পেয়েছি। তা খতিয়ে দেখা হচ্ছে।”
No comments