Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৮ বছরের নিচে ছেলে মেয়েদের বিয়ের কাজে যারা জড়িত থাকবে,তাদের নামে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হবে,জানালেন ব্লকের বিডিও

১৮ বছরের নিচে ছেলে মেয়েদের বিয়ের কাজে যারা জড়িত থাকবে,তাদের নামে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হবে,জানালেন ব্লকের বিডিও

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক বাল্য বিবাহের ক্ষেত্রে এগিয়ে, আর এই বাল্যবিবাহ  কমানোর লক্ষ্যে …

 



১৮ বছরের নিচে ছেলে মেয়েদের বিয়ের কাজে যারা জড়িত থাকবে,তাদের নামে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হবে,জানালেন ব্লকের বিডিও



পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক বাল্য বিবাহের ক্ষেত্রে এগিয়ে, আর এই বাল্যবিবাহ  কমানোর লক্ষ্যে পাঁশকুড়া ব্লক  এলাকার পুরোহিত, মৌলভী ,প্রধান সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে সভা করলেন । পাঁশকুড়া ব্লকের বিডিও,এছাড়া উপস্থিত ছিলেন জয়েন্ট ভিডিও শর্মিষ্ঠা কর্মকার হাজরা,ALEMNO,পাঁশকুড়া ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি.এই সভায় পাঁশকুড়া ব্লকের বিডিও উপস্থিত ব্যক্তিদের জানিয়ে দেয় আজকের পর থেকে যারা বাল্যবিবাহ দেবে,বা এই কাজে জড়িত থাকবে তাদের নামে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হবে । এছাড়াও ভিডিও জানান স্কুল মারফত স্কুল ছুট ছাত্র-ছাত্রী তালিকা নিয়েছি, এবং সেই তালিকা আমরা এলাকার প্রধান দের পাঠিয়েছি,খোজ নিতে বলেছি।যদি ১৮ বছরের নিচে ।ওই স্কুলছুট ছাত্রছাত্রীরা বিয়ে করে থাকে,তাদেরকে পুনরায় হোমে দেওয়া হবে বলে জানান ব্লকের বিডিও।

No comments