Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ন্যাশনাল ফায়ার সার্ভিস উইক উপলক্ষে আইওসি ও হলদিয়া শিল্প আবাসন ও অন্যান্য আবাসন এলাকায় অগ্নি নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির ও প্রশিক্ষণ

ন্যাশনাল ফায়ার সার্ভিস উইক উপলক্ষে আইওসি ও হলদিয়া শিল্প আবাসন ও অন্যান্য আবাসন এলাকায় অগ্নি নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির ও প্রশিক্ষণ
অগ্নিকাণ্ডের পর কারখানার প্রতিটি প্ল্যান্ট চালানোর সময় ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ বা এস…


ন্যাশনাল ফায়ার সার্ভিস উইক উপলক্ষে আইওসি ও হলদিয়া শিল্প আবাসন ও অন্যান্য আবাসন এলাকায় অগ্নি নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির ও প্রশিক্ষণ


অগ্নিকাণ্ডের পর কারখানার প্রতিটি প্ল্যান্ট চালানোর সময় ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ বা এসওপি মেনে চলার ক্ষেত্রে কড়া নির্দেশ দিল আইওসি রিফাইনারি। সংস্থা সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রতিটি প্ল্যান্টে বাড়তি সতর্কতা ছাড়াও ফায়ার ম্যানেজমেন্ট সিস্টেমের খোলনলচে বদলে ফেলা হচ্ছে। এজন্য হ্যাজার্ডাস অর্থাৎ বিপজ্জনক এলাকায় এসওপি নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। শুধু কারখানার ভিতরে নয়, বাইরে কর্মী আবাসন এলাকায় বাসিন্দাদেরও ডোমেস্টিক ফায়ার সেফটি নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে আইওসি। সংস্থার ফায়ার সেফটি বিভাগের দক্ষ আধিকারিকরা শিল্প আবাসন এলাকায় ছুটির দিনগুলিতে বিদ্যুতের সর্টসার্কিট কিংবা রান্নার গ্যাস থেকে ছড়িয়ে পড়া আগুন নিয়ে সতর্ক করছেন। কীভাবে বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হয় তার প্রশিক্ষণ দিচ্ছেন। 

ন্যাশনাল ফায়ার সার্ভিস উইক উপলক্ষে আইওসি ও বন্দর কর্তৃপক্ষ হলদিয়ার শিল্প আবাসন ও অন্যান্য আবাসন এলাকায় অগ্নি নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির ও প্রশিক্ষণ দিচ্ছে। হলদিয়া বন্দরের ফায়ার সেফটি আধিকারিক কমলকান্তি রায় বলেন, বন্দর এলাকার পাশাপাশি সোমবার হলদিয়ার বিভিন্ন স্কুলে পড়ুয়া ও শিক্ষকদের অনসাইট ফায়ার ট্রেনিং দেওয়া হবে। আইওসির ফায়ার ডিভিশনের সিনিয়র  ম্যানেজার রাম নারায়ণ রাম রবিবার দিনভর আইওসি আবাসন এলাকা ছাড়াও আইওসি সমবায়, সিকিউরিটি এবং অন্যান্য আবাসনের বাসিন্দাদের অনসাইট ফায়ার ট্রেনিং দিলেন। তিনি বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে কারখানা চত্বরে এসওপি মেনে চলার ক্ষেত্রে কড়া বার্তা দেওয়া হয়েছে। ফায়ার ডিভিশনকে আরও উন্নত করা হচ্ছে। বর্তমানে আইওসিতে ১২টি দমকলের আধুনিক ইঞ্জিন রয়েছে। পেট্রলিয়াম থেকে যে অগ্নিকাণ্ড হয় সেখানে ফোম টেন্ডার ব্যবহার করা হয়। 

তিনি জানান, আইওসিতে অত্যাধুনিক ফোম টেন্ডার অর্থাৎ দমকল রয়েছে। একটানা আগুন নেভানোর সময় ফোম শেষ হয়ে গেলে দ্রুত ফোম ভর্তি করার জন্য বিশেষ গাড়ি অর্থাৎ ফোম নার্চার প্রয়োজন। আইওসিতে ১২হাজার লিটারের ফোর নার্চার রয়েছে যা হলদিয়ায় সর্বাধুনিক। এছাড়া উঁচুতে আগুন নেভানোর জন্য ৫৪মিটার হাইড্রলিক প্ল্যাটফর্ম রয়েছে। অগ্নিকাণ্ডের পর আইওসি ফায়ার ম্যানেজমেন্ট সিস্টেম আপগ্রেড করার উপর জোর দিয়েছে বলে জানান তিনি।


 

No comments