ভারতীয় মজদুর সংঘ হলদিয়াতে সাংবাদিক সম্মেলন
হলদিয়ার টাটা স্টিলের বেতনচুক্তির সময় শ্রমিকদের সম্মতিপত্রে সই করাতে গিয়ে আইএনটিটিইউসির জেলা সভাপতি শিবনাথ সরকারের বিরুদ্ধে বিএমএস নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। বিএমএসের টাটা স্টিল ই…
ভারতীয় মজদুর সংঘ হলদিয়াতে সাংবাদিক সম্মেলন
হলদিয়ার টাটা স্টিলের বেতনচুক্তির সময় শ্রমিকদের সম্মতিপত্রে সই করাতে গিয়ে আইএনটিটিইউসির জেলা সভাপতি শিবনাথ সরকারের বিরুদ্ধে বিএমএস নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। বিএমএসের টাটা স্টিল ইউনিটের সভাপতি চন্দন প্রামানিককে শিবনাথবাবু জোর করে সই করানোর জন্য হুমকি দেন বলে অভিযোগ। চন্দনবাবু সিওডির কয়েকটি শর্তে আপত্তি করেছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান বিএমএসের রাজ্য নেতা প্রদীপ বিজলি ও পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক সত্য গুড়িয়া।
No comments