Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কুমোরপাড়ার ভগ্ন কাঠের সেতু মেরামতী দাবি জানিয়ে অভিমত প্রকাশ করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন

কুমোরপাড়ার ভগ্ন কাঠের সেতু মেরামতী দাবি জানান প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। দেশপ্রাণ ব্লকের মগরাখালের উপর উত্তর দুরমুঠ কুমোরপাড়ার কাঠের সেতু ভগ্নপ্রায় অবস্থায় চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ফুলেশ্বর দুরমুঠ হাইস্কুল,সরদা গ্রা…

 

কুমোরপাড়ার ভগ্ন কাঠের সেতু মেরামতী দাবি জানান প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

দেশপ্রাণ ব্লকের মগরাখালের উপর উত্তর দুরমুঠ কুমোরপাড়ার কাঠের সেতু ভগ্নপ্রায় অবস্থায় চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ফুলেশ্বর দুরমুঠ হাইস্কুল,সরদা গ্রামপঞ্চায়েত অফিস, দারুয়া হাসপাতাল থেকে শুরু করে কাঁথি মহকুমা শহর ও মুকুন্দপুরের সাথে সংযোগকারী কাঠের সেতু দেশপ্রাণ ও কাঁথি-৩ ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষজনের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। গোটসাউড়ী কাঠের সেতুর পরিবর্তে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে কংক্রিটের ব্রিজ নির্মাণ কাজ পুরোদমে চলছে। ফলশ্রুতিতে সমস্ত লোকজন কে উত্তর দুরমুঠ কুমোরপাড়া কাঠের সেতু ব্যবহারে বাধ্য হতে হয়।অথচ এই সেতুর জীর্ণদশায় স্কুল পড়ুয়া, পরীক্ষার্থী,রোগী,দৈনন্দিন যাত্রীর ভোগান্তির শেষ নেই। সেতু পারাপার করতে গিয়ে দুর্ঘটনা লেগেই আছে। উত্তর দুরমুঠ কুমোরপাড়া কাঠের সেতু অবিলম্বে মেরামতী ও কংক্রিট করণের দাবী জানিয়ে রাজ্য সরকারের সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র ও সেচ দপ্তরের বাস্তুকার দের জরুরী বার্তা পাঠিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। সেই সাথে জেলা পরিষদ সহ পঞ্চায়েত কর্তাদের সেতু মেরামতী র জন্য অাবেদন জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। গোটসাউড়ী কাঠের সেতু মেরামতী র জন্য পঞ্চায়েতের বরাদ্দকৃত অর্থ উত্তর দুরমুঠ কুমোরপাড়া কাঠের সেতু মেরামতী র জন্য বরাদ্দ করারও অাবেদন জানিয়েছেন মামুদ হোসেন। গোটসাউড়ীতে কংক্রিটের ব্রিজ নির্মাণ শুরু হওয়ায় কাঠের সেতু মেরামতী র বরাদ্দকৃত অর্থ অব্যবহৃত রয়েছে। সেই অর্থ দিয়ে কুমোরপাড়া র ভগ্নপ্রায় কাঠের সেতু মেরামতী অাশু জরুরী বলে অভিমত প্রকাশ করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

No comments