Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য পরিবেশ দফতরের উদ্যোগে মহিষাদল রাজবাড়িতে গড়ে উঠতে চলেছে ‘প্রজাপতি পার্ক’

রাজ্য পরিবেশ দফতরের উদ্যোগে মহিষাদল রাজবাড়িতে গড়ে উঠতে চলেছে ‘প্রজাপতি পার্ক’বিজ্ঞাপন-
ভ্রমণপিপাসুদের জন্য সুখবর! রাজ্য পরিবেশ দফতরের উদ্যোগে মহিষাদল রাজবাড়িতে গড়ে উঠতে চলেছে ‘প্রজাপতি পার্ক’৷বিজ্ঞাপন-
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে …

 



রাজ্য পরিবেশ দফতরের উদ্যোগে মহিষাদল রাজবাড়িতে গড়ে উঠতে চলেছে ‘প্রজাপতি পার্ক’

বিজ্ঞাপন-


ভ্রমণপিপাসুদের জন্য সুখবর! রাজ্য পরিবেশ দফতরের উদ্যোগে মহিষাদল রাজবাড়িতে গড়ে উঠতে চলেছে ‘প্রজাপতি পার্ক’৷

বিজ্ঞাপন-


পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবার রাজ্য পরিবেশ দফতরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় গড়ে তোলা হচ্ছে ‘বায়ো ডাইভারসিটি পার্ক’।
বিজ্ঞাপন-

সেই পার্কে প্রায় বিলুপ্তের পথে বিভিন্ন প্রজাতির দেখা মিলবে৷পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভার মহিষাদল পঞ্চায়েত সমিতির অধীনস্থ মহিষাদল রাজবাড়িতে সেই পার্ক গড়ে তোলার জন্য বৃহস্পতিবার দফতরের প্রতিনিধিরা জায়গা পরিদর্শন করেন।
বিজ্ঞাপন-



দফতরের সচিব অনির্বাণ রায়,মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মণ্ডল,পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস,
বিজ্ঞাপন-

কর্মাধ্যক্ষ তরুণকান্তি মণ্ডল,শেখ রহমান,ঘনশ্যাম দেবনাথ অন্যান্যদের উপস্থিতিতে এদিন এলাকা পরিদর্শন করা হয়।
বিজ্ঞাপন-
 

মহিষাদল পঞ্চায়েত সমিতি ডিপিআর জমা দিলেই দ্রুত কাজ শুরু হবে বলে জানান দফতরের সচিব অনির্বাণবাবু।বিজ্ঞাপন-

ইতিমধ্যে মহিষাদল পঞ্চায়েত সমিতির উদ্যোগে মহিষাদল রাজবাড়িতে বনসৃজন গড়ে তোলা,রাস্তাঘাট নির্মাণ সহ সৌন্দর্যায়নের কাজ করা হয়৷
বিজ্ঞাপন-

মহিষাদল রাজবাড়িতে বায়ো ডাইভারসিটি পার্ক গড়ে উঠলে পরিবেশের যেমন আমূল পরিবর্তন ঘটবে,তেমনই পর্যটকদের ভিড় বাড়বে।

No comments