Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়াত রাজমাতা ইন্দ্রানী গর্গের স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত - বিধায়ক

স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত - বিধায়ক 


প্রয়াত রাজমাতা ইন্দ্রানী গর্গের স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত - বিধায়ক 



 মহিষাদলের ঐতিহ্যবাহী রাজবাড়ির প্রয়াত রাজমাতা ইন্দ্রানী গর্গ -এর সন্ধ্যাকালীন স্মরণ সভা নতুন রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়। মহ…

 



স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত - বিধায়ক 




প্রয়াত রাজমাতা ইন্দ্রানী গর্গের স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত - বিধায়ক 





 মহিষাদলের ঐতিহ্যবাহী রাজবাড়ির প্রয়াত রাজমাতা ইন্দ্রানী গর্গ -এর সন্ধ্যাকালীন স্মরণ সভা নতুন রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়। মহিষাদল রাজবাড়ির উত্তরসূরী শংকর প্রসাদ গর্গের স্ত্রী রাজমাতা ইন্দ্রানী গর্গ ৬৪ বছর বয়সে কলকাতার একটি  বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ইং২৯  মার্চ২০২২, মঙ্গলবার বেলা ১টা ৪০ মিনিটে পরলোকগমন করেন। মাল্টি অর্গান ফেলিওর হওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। প্রয়াত রাজমাতার  দুই সন্তান রয়েছেন । ছেলে সৌর্য প্রসাদ গর্গ, মেয়ে ঊর্মিলা গর্গ ভট্টাচার্য। তিনি বর্তমান প্রজন্মের কাছে বড় রানী মা ছিলেন। ইং১৯৮০ সালে মহিষাদলের ঐতিহ্যবাহী  রাজপরিবারের উত্তরসূরি শংকর প্রসাদ  গর্গের সঙ্গে তাঁর বিবাহ হয়। তারপর থেকেই মহিষাদলে " রাজমাতা "  হিসাবে পরিচিত হন তিনি। এদিন অর্থাৎ ১৭এপ্রিল ২০২২, রবিবার প্রয়াত রাজমাতা ইন্দ্রানী গর্গের স্মরণসভায় উপস্থিত ছিলেন শংকর প্রসাদ গর্গ , তাঁর ছেলে শৌর্য প্রসাদ গর্গ, মেয়ে ঊর্মিলা গর্গ ভট্টাচার্যও জামাতা , রাজপরিবারের উত্তরসূরী হরপ্রসাদ গর্গও তাঁর স্ত্রী এবংএকমাত্র সন্তান ,মহিষাদলের জনপ্রিয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী , মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস , স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তরুণ কান্তি মন্ডল ,মহিষাদলের বিশিষ্ট সমাজসেবী ছবি লাল মাইতিও প্রবীর প্রামানিক সহ বিশিষ্ট অতিথি বৃন্দ। প্রয়াত রাজমাতার প্রতিকৃতিতে রজনীগন্ধার মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ও সভাপতি শিউলি দাস।



No comments