Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৭৫ এ এবার পা দিল বনমালীচট্টা হাইস্কুল

৭৫ এ এবার পা দিল বনমালীচট্টা হাইস্কুলপ্রদীপ কুমার মাইতিঃ ৭৫ এ এবার পা দিল বনমালীচট্টা হাইস্কুল। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি- ৩ ব্লকের লাউদা গ্রাম পঞ্চায়েতের ঐতিহ্যবাহী বনমালীচট্টা হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী পূর্তি উৎসবের শুভসূচন…

 


৭৫ এ এবার পা দিল বনমালীচট্টা হাইস্কুল

প্রদীপ কুমার মাইতিঃ ৭৫ এ এবার পা দিল বনমালীচট্টা হাইস্কুল। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি- ৩ ব্লকের লাউদা গ্রাম পঞ্চায়েতের ঐতিহ্যবাহী বনমালীচট্টা হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী পূর্তি উৎসবের শুভসূচনা হল শুক্রবার। রাজ্য সরকারের সেচ ও জলপথ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডঃ সৌমেন মহাপাত্র এ দিন প্রদীপ প্রজ্বলন করে। সেই সাথে রক্তদান শিবির ও রোগনির্ণয় শিবিরের উদ্বোধন করেন সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র।  সাথে ছিলেন  প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন, উৎসব কমিটির সভাপতি ডাঃ বিধান চন্দ্র ভূঞ্যা, প্রাক্তন প্রধান শিক্ষক হৃষীকেশ দাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমনীকান্ত পাত্র, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার সুর, প্রাক্তন সম্পাদক শুকদেব জানা, প্রাক্তন সম্পাদক অানন্দময় দাস, প্রাক্তন সভাপতি পঙ্কজ প্রধান, ডঃ চন্দন মান্না, লাউদা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ চন্দ্র জানা, কর্মাধ্যক্ষ অশোক প্রধান, সুখেন্দু বারিক, প্রাক্তন শিক্ষক দীপক মাইতি, শিক্ষক ডঃ দেবব্রত মাইতি, শিক্ষক গৌতম কর, রাজশেখর মন্ডল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।উদ্বোধনী বক্তব্যে সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র বলেন, বনমালীচট্টা হাইস্কুল শুধু অবিভক্ত মেদিনীপুর জেলা নয় রাজ্যের অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো বনমালীচট্টা হাইস্কুল।অনেক চড়াই উৎরাই পেরিয়ে মাতৃসমা বনমালীচট্টা হাইস্কুল আজও রাজ্যের শিক্ষা মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মন্দির-মসজিদ- গির্জার মতো পবিত্র স্হান হল শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে অাচার্যগণ জাতি- ধর্ম নির্বিশেযে সব ছাত্র-ছাত্রীদেরসহমর্মিতা ও সমন্বয়ের পরিমন্ডলকে মজবুত করে মানব সম্পদ বিকাশের মহান দায়িত্ব ও কর্তব্য পালন করছেন।এই সব প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মহান যজ্ঞে সবাইকে সামিল হতে হবে। প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন বিদ্যালয়ের অডিটোরিয়াম ও খেলার মাঠ সংষ্কারের কাজে রাজ্য সরকারের অর্থবরাদ্দের জন্য উদ্যোগ গ্রহণের জন্য সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্রের কাছে অাবেদন জানান। সেচমন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র বিষয় শিক্ষা মন্ত্রী র গোচরে এনে সমাধানের অাশ্বাস দেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমনীকান্ত পাত্র সকলকে ধন্যবাদ জানান। উৎসব কমিটির সভাপতি ডাঃ বিধান চন্দ্র ভূঞ্যা জানান ৩০ শে এপ্রিল স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির অাবরণ উন্মোচন, স্মারক পত্রিকা সহ অন্যান্য কর্মসূচী তে উপস্থিত থাকবেন মৎস্য মন্ত্রী অখিল গিরি সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। ১ লা মে প্রাক্তন ছাত্র সম্মিলনী সহ অন্যান্য কর্মসূচী তে উপস্থিত থাকবেন সর্বস্তরের জনপ্রতিনিধি ও শুভানুধ্যায়ী গণ।

No comments