Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রতিবেশী খুনের দায়ে পাঁচ জনের ৭ বছরের জেল

মহিষাদলে খুনের দায়ে পাঁচ জনের ৭ বছরের জেল মহিষাদলে খুনের দায়ে পাঁচ জনের ৭ বছরের জেল,পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত লক্ষ্যা গ্রাম,   পোস্ট অফিস কুমার আড়া পারিবারিক বিবাদের জেরে খুন।শিল্পশহর হলদিয়া মহকুমা আদালতে ১…

 মহিষাদলে খুনের দায়ে পাঁচ জনের ৭ বছরের জেল

মহিষাদলে খুনের দায়ে পাঁচ জনের ৭ বছরের জেল,পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত লক্ষ্যা গ্রাম,   পোস্ট অফিস কুমার আড়া পারিবারিক বিবাদের জেরে খুন।শিল্পশহর হলদিয়া মহকুমা আদালতে ১ লা এপ্রিল ২০২২, নজিরবিহীন রায় ঘোষণা করেন অঞ্জন কুমার সরকার। আইনজীবী গন ছিলেন উত্তরশখা বেরা এবং সোমনাথ ভূঁইয়া।

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/g3Pa4XPC8As

প্রসঙ্গত,  ১৫ ই জুলাই ২০১০ সালে জায়গা জমি সংক্রান্ত বিষয় পারিবারিক বিরোধ। তার জেরেই হাতা হাতি মারধর। বাদী সদরুল তিনি অভিযোগ করেন তার বাবা আমা নুল্লা এবং তার মাকে লাঠি , রড, শাবল, হাতুড়ি দিয়ে মারধর করে শেখ মইদুল, ফজলু, ফিরোজ, আমিনুল ,এসাক আলি সহ ১৪ জন। গুরুতর জখম  হয় ।


প্রথমে মহিষাদল হাসপাতাল পরে তমলুকে তার মা কিছুদিন হাসপাতালে ভর্তি থাকেন সুস্থ হয়ে বাড়ি ফিরেন কিন্তু তার বাবা আমা নুল্লা গুরুতর জখম হয় তাকে কলকাতা এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তিন দিনের দিন মারা যায়।  এই ঘটনা ১৪ জনের নামে অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে জিজ্ঞাসাবাদ হয় সমস্ত কিছু প্রমাণ স্বাক্ষর দেখে  সাত  জনকে বেকসুর খালাস করেন। এবং পাঁচজন আমিরুল আলী, ফিরোজ আলী, ফজলু আলী, মহিদুল আলী এবং এসাক আলি এই পাঁচজনের( ৩০৪,৩২৩,১৪৭,১৪৯) নম্বর ধারায় সাত বছরের জেল ৫০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস জেল রায় দিলেন  বিচারক ছিলেন অঞ্জন কুমার সরকার।

No comments