Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রায় এক মাসের বেশী অতিক্রান্ত হলেও গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ, আতঙ্কের পাশাপাশি ক্ষোভ কোলাঘাটের দেনাণ এলাকার বাসিন্দারা

প্রায় এক মাসের বেশী অতিক্রান্ত হলেও গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ, আতঙ্কের পাশাপাশি ক্ষোভ কোলাঘাটের দেনাণ এলাকার বাসিন্দারা

প্রায় এক মাসের বেশী অতিক্রান্ত হলেও গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ,তবুও সেই রাস্তা কবে চালু হবে তা নিয়ে রীতিমতো ক্ষুব…

 



প্রায় এক মাসের বেশী অতিক্রান্ত হলেও গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ, আতঙ্কের পাশাপাশি ক্ষোভ কোলাঘাটের দেনাণ এলাকার বাসিন্দারা



প্রায় এক মাসের বেশী অতিক্রান্ত হলেও গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ,তবুও সেই রাস্তা কবে চালু হবে তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ পথ চলতি মানুষ, এমনই অবস্থা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত দেনান গ্রামে। প্রায় এক মাস কুড়ি দিন আগে রূপনারায়ন নদের তীরবর্তী রাস্তা ধ্বস নেয় দীর্ঘ এলাকা জুড়ে। আর যার ফলে যোগাযোগোর মূল রাস্তা বন্ধ দীর্ঘদিন ধরে। গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় ঘুরপথে যেতে হয় সাধারণ মানুষকে।বিশেষকরে কোলাঘাট থেকে দেনান হয়ে জামিট্যা, খারুই, তমলুক যাওয়ার জন্য এই রাস্তাটি দীর্ঘদিন বন্ধ। যদিও নদী বাঁধের কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, মাটি ভরিয়ে রাস্তা পুনরায় যোগাযোগ করার জন্য এখনো বেশ কিছু দিন লাগবে। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না জানান, নদী বাঁধের কাজ চলছে। তবে রাস্তা ঠিকঠাক হতে মাস খানেকের বেশী সময় লাগবে। তবে চেষ্টা চালানো হচ্ছে দ্রত কাজ করার জন্য। তবে কবে হবে রাস্তা সেই দিকে তাকিয়ে সাধারন মানুষ। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সমস্যা সারাজীবন থাকবে যেই কাজ চলছে সেই কাজে সন্তুষ্ট নয় এলাকাবাসীরা, কারণ যে প্রক্রিয়ায় কাজ চলছে তার টেকসই হবে না আবার যে কোনো সময়ে পুনরায় এই ঘটনা ঘটতে পারে, পাশাপাশি আতঙ্কের মধ্য থেকে জন প্রতিনিধিদের উপর ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসীরা তাদের বক্তব্য ভোট এলেই তাদের দেখা যায় বাকি বছর "টাটা বাই বাই", তবে এই আতঙ্ক এবং যন্ত্রণা কাটিয়ে স্বাভাবিক ছন্দ কবে ফিরবে তা নিয়ে সংশয়ে রয়েছে এলাকাবাসীরা।

No comments