Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদি কবিতা উৎসব 2022

হলদি কবিতা উৎসব 2022
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া ১৯৯৭ সালের নতুন পালক সংযোজন হয়েছিল একটি সাহিত্য হলদি পত্রিকা।
দেখতে দেখতে অনেকটা ২৫ বছর অতিক্রান্ত হয়েছে শিল্প-সংস্কৃতির পরিমণ্ডল গড়ে উঠেছে হলদিয়া।
সেই হলদি পত্রিকা উ…

 

হলদি কবিতা উৎসব 2022


পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া ১৯৯৭ সালের নতুন পালক সংযোজন হয়েছিল একটি সাহিত্য হলদি পত্রিকা।


দেখতে দেখতে অনেকটা ২৫ বছর অতিক্রান্ত হয়েছে শিল্প-সংস্কৃতির পরিমণ্ডল গড়ে উঠেছে হলদিয়া।

সেই হলদি পত্রিকা উদ্যোগেই ২ রা এপ্রিল শনিবার হলদিয়া পৌরসভা বনফুল  অডিটোরিয়ামে রাজ্যের এবং জেলার কবি-সাহিত্যিকদের নিয়ে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।

পত্রিকার সম্পাদক গোলোক দাস এলাকার কবি-সাহিত্যিক সকলকের হাতে হলদি কবিতা ব ই তুলে দিলেন।

সঞ্চালনা করেন কবি আবু রাইহান, বাচিকশিল্পী কুনাল নন্দ কবিতা পাঠের মধ্য দিয়ে কবিতা উৎসব শুরু হয়।

প্রেমের কবিতা পাঠ করেন বন্দরের আধিকারিক ননী গোপাল মন্ডল, অনেকেই পর্যায়ক্রমে কবিতা পাঠ করেন।

কবিতার কলেবরে মুখরিত হল শিল্প সংস্কৃতির শহর হলদিয়ায় " হলদি কবিতা উৎসব "
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া ১৯৯৭ সালের নতুন সংযোজন হয়েছিল একটি সাহিত্য পত্রিকা। দেখতে দেখতে অনেকটা ২৪ বছর অতিক্রান্ত হয়েছে ২৫ তম বর্ষে পদার্পণ । শিল্প-সংস্কৃতির পরিমণ্ডল গড়ে উঠেছে হলদিয়া। সেই হলদি পত্রিকা উদ্যোগেই ২ এপ্রিল শনিবার হলদিয়া পৌরসভা বনফুল গ্রন্থাগারে জেলার কবি-সাহিত্যিকদের নিয়ে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। পত্রিকার 
সম্পাদক,কবি গোলক দাসের সম্পাদনায় "হলদি"পত্রিকা নতুন সংখ্যা প্রকাশিত হয় এদিন । যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের হাহাকার, শান্তির দাবি থেকে চলমান জীবনযাত্রার চালচিত্র উঠে আসে কবিতার মধ্যে । কবি দুরন্ত বিজলি, নরেশ দাস,জহরলাল বেরা,আবু রাইহান,আরিফ ইকবাল খাঁন,শুভঙ্কর দাস, অনুপম পালধী,নাগ সেন,ননীগোপাল মণ্ডল, চঞ্চল প্রধান সহ বহু কবি তাদের কবিতায় সমাজ,সমস‍্যার কথা তুলে ধরেন । আবৃত্তিকার কুণাল নন্দের আবৃত্তি মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয় । সব মিলিয়ে হলদি কবিতা উৎসব ছিল সাহিত‍্য রসসিক্ত কবিতার কোলাজ ।



No comments