Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আরটিবি নয়, টিবি কে শত্রু বানান, টিবি রোগীকে নয়

টিবিকে শত্রু বানান, টিবি রোগীকে নয়


আরটিবি নয়, টিবি কে শত্রু বানান, টিবি রোগীকে নয়পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া। পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আর টিবি নয়। টিবি শত্রু  ব…

 


টিবিকে শত্রু বানান, টিবি রোগীকে নয়




আরটিবি নয়, টিবি কে শত্রু বানান, টিবি রোগীকে নয়

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া। পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আর টিবি নয়। টিবি শত্রু  বানান, টিবি রোগীকে নয়। এই বার্তা দিতে হলদিয়া পৌরসভায় এক কর্মশালা। আজ উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল চেয়ারম্যান ইন কাউন্সিলর বিদ্যুৎ বিভাগ  স্বপন নস্কর ,উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বাস্থ্য বিভাগ আজিজুল রহমান, শিক্ষা বিভাগ জয়ন্তি রায় দণ্ডপাট এবং কাউন্সিলরগণ , ছিলেন হলদিয়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের আশা কর্মী এবং স্বাস্থ্য দপ্তরের ডাক্তার এবং আধিকারিক বৃন্দ। আজ হলদিয়া মহাকুমা হাসপাতালে কর্মীদের নিয়ে যক্ষা রোগের উপর একটি পথনাটিকা পরিবেশিত হয়। হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল পৌর এলাকায় যক্ষা রোগ মুক্ত করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন আমরা গর্বিত আজ আমাদের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিল্লিতে স্বাস্থ্য দপ্তরের উপরেই তিনি রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কৃত হচ্ছেন। আমরা চাইব 2025 সালের মধ্যে যক্ষা রোগ মুক্ত জেলা ঘোষিত করার জন্য। তার জন্য এলাকা আশা কর্মী ডাক্তার এবং জনপ্রতিনিধি কাউন্সিলরদের সচেতন করার জন্য এলাকার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন।


No comments