Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলে স্পোর্টস ফেষ্টিভ্যাল শুরু

মহিষাদলে স্পোর্টস ফেষ্টিভ্যাল শুরুমঙ্গলবার  সকাল থেকে মহিষাদলে স্পোর্টস ফেষ্টিভ্যাল শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য গত রাত্রি থেকে মহিষাদল এ পৌঁছে গিয়েছেন। ব…

 



মহিষাদলে স্পোর্টস ফেষ্টিভ্যাল শুরু

মঙ্গলবার  সকাল থেকে মহিষাদলে স্পোর্টস ফেষ্টিভ্যাল শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য গত রাত্রি থেকে মহিষাদল এ পৌঁছে গিয়েছেন। বিভিন্ন ধরনের ১৭ টি ইভেন্ট থাকছে এই ফেস্টিভ্যাল । মহিষাদল সুইমিং ক্লাব এর উদ্যোগে ২৯ হইতে ৩১ মার্চ পর্যন্ত এই তিন দিনের ফেস্টিভ্যাল  পাঁচটি মাঠে শুরু হয়েছে। মহিষাদল রাজ কলেজের পুকুরে অস্থায়ীভাবে সুইমিং পুল বানানো হয়েছে। সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য গত সোমবার  কলকাতার লেক টাউন সুইমিং ক্লাব থেকে  বিভিন্ন  সাঁতারু খেলোয়াড়রা পৌঁছে গিয়েছেন মহিষাদলে । এই উৎসবে রাজ্যের বিভিন্ন জেলার ১৫০০(দেড় হাজার) খেলোয়াড়রা  অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন খেলার প্রাঙ্গণে । সকালে শুরু হয় বয়স্ক বৃদ্ধ ও বৃদ্ধাদের মধ্যে  হাঁটার প্রতিযোগিতা । দু'দিন আগে মহিষাদল রবীন্দ্র পাঠাগার মঞ্চে এক সাংবাদিক বৈঠকে স্পোর্টস ফেস্টিভ্যাল- এর প্রধান উদ্যোক্তা তথা সদ্য দ্রোণাচার্য রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সাঁতারু কোচ ও বিজ্ঞানী মহিষাদলের ভূমিপুত্র ড. তপন পানিগ্রাহী জানিয়েছিলেন এই প্রতিযোগিতামূলক খেলা থেকে বিভিন্ন ছাত্রছাত্রীদের তাদের খেলার প্রতিভা উঠে আসবে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বড় বড় প্রতিযোগিতাতে তারা অংশগ্রহণ করতে পারবে । এবারে থাকছে ওয়াটারপোলো, ভলিবল, অ্যাথলেটিক্স ,তীরন্দাজি, সাঁতার, ভলিবল, অ্যাকোয়াথলন , ট্রায়াথলন ও ফুটবল প্রতিযোগিতা ।

No comments