Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উচ্চ মাধ‍্যমিকের ইতিহাসে প্রথমবার হোম সেন্টারে পরীক্ষা

বাজিতপুর সারাদামানি বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের  প্রস্তুতিউচ্চ মাধ‍্যমিকের ইতিহাসে প্রথমবার হোম সেন্টারে পরীক্ষা হলদিয়া:‌ আগামীকাল ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।শেষ হবে ২৭ এপ্রিল।এবারই প্রথম নিজের স্কুলে পরীক…

 


বাজিতপুর সারাদামানি বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের  প্রস্তুতি

উচ্চ মাধ‍্যমিকের ইতিহাসে প্রথমবার হোম সেন্টারে পরীক্ষা 

হলদিয়া:‌ আগামীকাল ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।শেষ হবে ২৭ এপ্রিল।এবারই প্রথম নিজের স্কুলে পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা।করোনা আবহে এই সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।এবার পরীক্ষায় বসবে ৭ লক্ষ ৪৫ হাজার পরীক্ষার্থী। ছাত্রের চেয়ে ৭১ হাজার বেশি ছাত্রী এবার পরীক্ষায় বসবে।যেহেতু নিজ নিজ স্কুলেই পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা,তাই প্রশ্নপত্র ফাঁস,টোকাটুকি সহ যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বড় সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।সংসদের তরফে জানানো হয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্পেশাল অবজার্ভার রাখতে হবে।প্রতি কক্ষে ২ জন করে শিক্ষিক-শিক্ষিকা গার্ডের দায়িত্বে থাকবেন।নজরদারিতে কোনও গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হবে।যে বিষয়ের পরীক্ষা যেদিন থাকবে,সেই বিষয়ের শিক্ষক সেদিন দায়িত্বে থাকতে পারবেন না।কোনও স্কুল থেকে টোকাটুকি বা অন্য কোনও অসাধু কাজের অভিযোগ এলে সেই স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।প্রয়োজনে স্কুলের অনুমোদন বাতিল পর্যন্ত করে দেওয়া হতে পারে।সংসদের তরফে বলা হয়েছে,স্পেশাল অবজার্ভার হিসাবে সরকারি আধিকারিক থাকবেন প্রতিটি পরীক্ষাকেন্দ্রে। স্পর্শকাতর কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে।পরীক্ষা কেন্দ্রে যখন প্রশ্ন যাবে,সেই সময়ে পুলিশ মোতায়েন থাকবে।পুলিশ ছাড়া কোনও প্রশ্নপত্র বিলি হবে না। কোনও স্কুলে যদি পর্যাপ্ত সংখ্যক শিক্ষক না থাকেন,সেক্ষেত্রে জুনিয়র হাইস্কুল,মাধ্যমিক স্কুল থেকে শিক্ষক নেওয়া হবে। পরীক্ষার্থীরা যাতে কোনও সমস্যায় না পড়েন তাই সংসদের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।নম্বরটি হল:‌ (‌০৩৩)‌ ২৩৩৭–০৭৯২। 

No comments