Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইপিএফ(EPF)-এর সুদ কমানোর প্রতিবাদে হলদিয়ায় অবস্থান বিক্ষোভ তৃণমূল ট্রেড ইউনিয়নের

আইএনটিটিইউসি জেলা সাংগঠনিক কমিটির উদ্যোগে অবস্থান বিক্ষোভ
শ্রমিক-কর্মচারীদের আয়ে কোপইপিএফ(EPF)-এর সুদ কমানোর প্রতিবাদে হলদিয়ায় অবস্থান বিক্ষোভ তৃণমূল ট্রেড ইউনিয়নের অর্থনৈতিক সঙ্কটের অজুহাতে শ্রমিক-কর্মচারীদের আয়ে কোপ পড়লো।এমপ্লয়ি…

 


আইএনটিটিইউসি জেলা সাংগঠনিক কমিটির উদ্যোগে অবস্থান বিক্ষোভ


শ্রমিক-কর্মচারীদের আয়ে কোপ

ইপিএফ(EPF)-এর সুদ কমানোর প্রতিবাদে হলদিয়ায় অবস্থান বিক্ষোভ তৃণমূল ট্রেড ইউনিয়নের

 অর্থনৈতিক সঙ্কটের অজুহাতে শ্রমিক-কর্মচারীদের আয়ে কোপ পড়লো।এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা কর্মচারীদের ভবিষ্যনিধির সুদ এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিল ইপিএফের ট্রাষ্টি বোর্ড।এতদিন ইপিএফে জমার ওপর সুদের হার ছিল ৮.৫ শতাংশ।২০২১-২২ অর্থাৎ চলতি আর্থিক বছরের জন‍্য তা কমিয়ে করা হল ৮.১ শতাংশ।সুদের হার কমল দশমিক চার শতাংশ।এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন সারা দেশের ইপিএফ-এর প্রায় পাঁচ কোটি গ্ৰাহক।

যার জেরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে এরাজ‍্যের তৃনমূল ট্রেড ইউনিয়ন।রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক তৃনমূল ট্রেড ইউনিয়নের উদ‍্যোগে হলদিয়ার খঞ্জনচকে কেন্দ্রীয় সরকারের অমানবিক ইপিএফ-এর সুদ কমানোর প্রতিবাদ সহ বিভিন্ন দাবি-দাবিদাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ দেখায় শতাধিক ট্রেড ইউনয়নের কর্মীরা।

স্লোগান উঠে EPF এর সুদ 8.5 % থেকে কমে 8.01% কার স্বার্থে,কেন্দ্রীয় সরকার জবাব চাই জবাব দাও?

অবিলম্বে EPF এর সুদ কমানোর সিদ্ধান্ত বাতিল করতে হবে।

পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি কার স্বার্থে অপদার্থ বিজেপি সরকার জবাব চাই জবাব দাও।

রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কার স্বার্থে কেন্দ্রীয় সরকার জবাব চাই জবাব দাও?

নিত্য প্রয়োজনীয় জিনিপত্রের মূল্য বৃদ্ধি কার স্বার্থে কেন্দ্রীয় সরকার জবাব চাই জবাব দাও?

শ্রমিক বিরোধী EPF এর সুদ কমানো মানছি না মানবো না।

তমলুক(সাংগঠনিক)ট্রেড ইউনিয়ন-এর নেতৃত্বদের নিয়ে এদিন অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে কেন্দ্র সরকারকে তুলোধনা করে তৃনমূল পরিচালিত ট্রেড ইউনিয়নের সভাপতি শিবনাথ সরকার ও নুর হোসেন প্রমুখ।


No comments