Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্যাংকে বন্ধকী জমির প্রকাশ্য নিলাম বিক্রয়ের ডাক

ব্যাংকে বন্ধকী জমির প্রকাশ্য নিলাম বিক্রয়ের ডাক 


১৯ মার্চ ২০২২ ,শনিবার বিকাল তিনটায় মহিষাদল পঞ্চায়েত সমিতির অডিটোরিয়াম হল ঘরে তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড-- এর বন্ধকী সম্পত্তির প্রকাশ্য ন…

 


ব্যাংকে বন্ধকী জমির প্রকাশ্য নিলাম বিক্রয়ের ডাক 




১৯ মার্চ ২০২২ ,শনিবার বিকাল তিনটায় মহিষাদল পঞ্চায়েত সমিতির অডিটোরিয়াম হল ঘরে তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড-- এর বন্ধকী সম্পত্তির প্রকাশ্য নিলাম ও বিক্রয় ডাক অনুষ্ঠিত হল। মহিষাদল ব্লকের  চাঁপী গ্রামের বাসিন্দা পঞ্চমী প্রামানিক, স্বামীর নাম লক্ষীকান্ত ও ছেলে মানস প্রামানিক তমলুক কো-অপাৱেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের কাছ থেকে গত  ইং ১০ জুন ১৯৯৯ সালে  নিজেদের  পৈত্রিক সম্পত্তি অর্থাৎ চাষযোগ্য জমি বন্ধক রেখে ৫ লক্ষ ৯৫ হাজার টাকা নিয়েছিল । টাকা নেওয়ার পর থেকে আর ব্যাংকের ধারে যায় না। বহুবার নোটিশ পাঠানো এবং ব্যাংকের ফিল্ড অফিসার রা বাড়িতে যাওয়া সত্ত্বেও কোনরূপভাবে ব্যাংক এসে দেখা করে না।  সেই বন্ধকী সম্পত্তি টাকার সুদের হার গত ৩১ মার্চ২০২২ ,পর্যন্ত এসে দাঁড়ায় ১৮ লক্ষ টাকা । ব্যাংক থেকে টাকা নেওয়ার পর সেই দাগের কিছু জায়গা অন্য ব্যাক্তিদেরকে বিক্রি করে দেয় পঞ্চমী ও ছেলে মানস প্রামানিক। নিলামের দিনে বিভিন্ন দাগের ক্রেতারা  উপস্থিত হন। ব্যাংকের মুখ্য নির্বাহী আধিকারিক পুলক গায়েন জানান পঞ্চমী ও মানস প্রামাণিকের বন্ধকী জমির নিলাম সম্পন্ন হয়েছে । এবং  মিঠু  ও রাজকুমার জানার ক্ষেত্রে নিলাম ডাক হয় না। গত ইং২৫ অক্টোবর ২০০১ সালে ১৩৮ ডেসিমল চাষযোগ্য জল জমি বন্ধক রেখে ৬ লক্ষ ২০ হাজার টাকা লোন নিয়েছিলেন। বর্তমানে সেই লোনের টাকার সুদের হার ৩১মার্চ  ,২০২২সাল পর্যন্ত  ২৪লক্ষ  ৩০হাজার টাকা দাঁড়িয়েছে। মিঠু জানার ক্ষেত্রে সরকার নির্ধারিত বাজার মূল্যের নিলামে কোন ব্যক্তি অংশগ্রহণ না করার জন্য উক্ত নিলাম প্রক্রিয়া টি স্থগিত রাখা হল । পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সমবায় আইনের নির্দেশমতো নিলাম প্রক্রিয়া টি পুনরায় অনুষ্ঠিত হবে। এদিন উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সত্যরঞ্জন সাহু, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ফাল্গুনী দাস, সেলস অফিসার রিপুঞ্জয় প্রামানিক ,ডাইরেক্টর এর সদস্য তরুণ কান্তি মন্ডল ও শাখা অফিসের ম্যানেজার সহ বিভিন্ন অফিসারগণ।

No comments