Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ার ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিভিন্ন শ্রমিক সংগঠন

হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ার ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিভিন্ন শ্রমিক সংগঠন
কেন্দ্রের বন্দর বেসরকারিকরণের প্রতিবাদে শুক্রবার হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ার ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিভিন্ন শ্রমিক সংগঠন। এদিন ১…

 





হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ার ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিভিন্ন শ্রমিক সংগঠন


কেন্দ্রের বন্দর বেসরকারিকরণের প্রতিবাদে শুক্রবার হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ার ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিভিন্ন শ্রমিক সংগঠন। এদিন ১০দফা দাবিতে বিক্ষোভে শামিল হয় সিপিএসএমইউ, কেপিটিপিইইউ, সিপিএসইউ, এইচপিডিইএ-র মতো হলদিয়া-কলকাতা বন্দরে চারটি বাম ও ডান শ্রমিক সংগঠন। সংগঠনগুলির অভিযোগ, মেজর পোর্ট অথরিটি অ্যাক্ট চালু করে এবং মনিটাইজেশনের মাধ্যমে কেন্দ্র সরকার বন্দরগুলি বেসরকারি সংস্থার হাতে কার্যত বেচে দিচ্ছে। দেশের ১২টি মেজর পোর্টে যেখানে একসময় লক্ষাধিক শ্রমিক কর্মচারী কাজ করতেন। এখন তা মাত্র কয়েক হাজারে ঠেকেছে। হাজার হাজার শূন্য পদে নিয়োগ হচ্ছে না। কেন্দ্রের তুঘলকি আইন প্রত্যাহার করার দাবি জানায় সংগঠনগুলি। এজন্য তারা আগামী ৫এপ্রিল সারা ভারত বন্দর ধর্মঘটের ডাক দিগয়েছে। হলদিয়া বন্দরের সিপিএসএমইউর ডেপুটি জেনারেল সেক্রেটারি বিমান মিস্ত্রি বলেন, হলদিয়া বন্দরে প্রায় সাড়ে ৫হাজার শ্রমিক কর্মচারী কাজ করতেন। এখন মাত্র ৮৫০জন স্থায়ী শ্রমিক কর্মী রয়েছেন। শূন্য পদে আউটসোর্সিং করে অস্থায়ী শ্রমিক কর্মচারী নিয়োগ করে কাজ চলছে। বহু পদে দীর্ঘদিন শ্রমিক নিয়োগ না হওয়ায় বন্দর ধুঁকছে। বন্দর শ্রমিকদের নতুন বেতন চুক্তির দাবি জানান তিনি। মৃত কর্মীদের পরিবার ও উদ্বাস্তুদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তাঁরা। বন্দরের শ্রমিক নেতা দেবাশিস চক্রবর্তী বলেন, হলদিয়া বন্দরের হাসপাতালে রান্নার কর্মী পদে নিয়োগ না হওয়ায় বাইরে থেকে রোগীদের জন্য খাবার আনা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষকে এবিষয়ে অভিযোগ করা হয়েছে। কারণ ওই খাবার উপযুক্ত নয় বলে রোগীর পরিবারের লোকজন অভিযোগ করছেন। এদিন ২৮ ও ২৯মার্চ বামেদের শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের সমর্থনে হলদিয়ার আইওসি গেটে পথসভা ও লিফলেট বিলি করেন সিটু নেতারা।

No comments