Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ৬ টি অনুর্ধ্ব ডিউজ ক্রিকেট প্রতিযোগিতা

কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ৬ টি অনুর্ধ্ব ডিউজ ক্রিকেট প্রতিযোগিতাপ্রদীপ কুমার মাইতি,কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ৬ টি অনুর্ধ্ব ডিউজ ক্রিকেট প্রতিযোগিতা গতকাল ২৭.৩.২২ থেকে সিএসএসএ মাঠে শুরু হলো। এই প্রতিযোগিতা যে ৬…

 


কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ৬ টি অনুর্ধ্ব ডিউজ ক্রিকেট প্রতিযোগিতা

প্রদীপ কুমার মাইতি,কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ৬ টি অনুর্ধ্ব ডিউজ ক্রিকেট প্রতিযোগিতা গতকাল ২৭.৩.২২ থেকে সিএসএসএ মাঠে শুরু হলো। এই প্রতিযোগিতা যে ৬ টি দল অংশগ্রহণ করেছে কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার, এবিসিডি কোচিং সেন্টার, হাতিশাল অগ্রগামি, পিছাবনি ক্রিকেট একাডেমি, হাতিশাল কোচিং সেন্টার এবং প্লেয়ার একাডেমি। এই খেলার শুভ উদ্ধোধন করেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী। উপস্থিত ছিলেন সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, সংস্থার কোষাধ্যক্ষ বিশ্বজিৎ বেরা, কার্যকরী কমিটির সদস্য গোলক চন্দ্র বিশ্বাস। প্রথম দিনের খেলায় প্লেয়ার একাডেমি জয়লাভ করে। আজ দ্বিতীয় খেলায় যে দুটি দল পরস্পর মুখামুখি হয় পিছাবনি ক্রিকেট একাডেমি এবং হাতিশাল অগ্রগামি। সকালে টসে জিতে হাতিশাল অগ্রগামি ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ৩৫ ওভারের খেলায় ২৭ ওভারে সব উইকেট হারিয়ে ১৪০ রান করে। ১৪১ রানের জয়ের লক্ষমাত্র নিয়ে পিছাবনি ক্রিকেট একাডেমি ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষে পৌঁছে যায়। এই খেলায় পিছাবনি ৯ উইকেটে জয়লাভ করে। পিছাবনি ক্রিকেট একাডেমির চয়ন রায় বল করে ৩ উইকেট এবং ব্যাটে ৭০ রানে অপরাজিত থেকে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার লাভ করে। এই পুরস্কার তুলে দেন সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা।  খেলায় দুই আম্পায়ার ছিলেন চঞ্চল মাইতি ও তরুন বেরা। আগামি কালকের খেলা এবিসিডি ক্রিকেট কোচিং সেন্টার  বনাম প্লেয়ার্স একাডেমি।

No comments