Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম বৎসর চৈতন্যপুর যুগের যাত্রী উদ্যোগে বসন্ত উৎসব

প্রথম বৎসর চৈতন্যপুর যুগের যাত্রী উদ্যোগে বসন্ত উৎসব


পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর যুগের যাত্রী ক্লাবে প্রথম বছর নাচে-গানে পুরোটাই রঙিন বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে উপস্থিত ছিলেন বাজিতপ…



প্রথম বৎসর চৈতন্যপুর যুগের যাত্রী উদ্যোগে বসন্ত উৎসব



পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর যুগের যাত্রী ক্লাবে প্রথম বছর নাচে-গানে পুরোটাই রঙিন বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে উপস্থিত ছিলেন বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি।উপস্থিত ছিলেন লক্ষ্যা হাইস্কুল প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি,  গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মান্না  বিশিষ্ট বিজ্ঞানী অনির্বাণ দাস বিশিষ্ট সমাজসেবী পার্থ বটব্যাল প্রমূখ।
দোল উৎসবের লক্ষা হাইস্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি  তিনি বলেন
দোল বাঙালীর উৎসবমুখর মননে একটা বড় জায়গায় থাকে। এবারের দোলে কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ ছিল। প্রায় সবকটিতেই উপস্থিত ছিলাম। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উদ্যোক্তাদের আতিথেয়তা - সব মিলিয়ে বেশ উপভোগ করলাম। শুক্রবার সকালে চৈতন্যপুরে একটি অনুষ্ঠানে শিল্পী সৌজন্যা মজুমদারের গানে তবলা সঙ্গতের সুযোগ এল। প্রথমবার আমার সঙ্গতে গাইলেও শিল্পী সাবলীল গেয়েছেন। ঐদিন সন্ধ্যা ৭.৩০ টায় টাউনশিপের কাছে একটি অনুষ্ঠানে প্রতিশ্রুতিময় মেখলা রায়ের কীর্তন পরিবেশনের সঙ্গে শ্রীখোলে সঙ্গত করার চেষ্টা করলাম। তবলা বাজাই কয়েক দশক, শ্রীখোল এই প্রথম। অনন্য এক অনুভূতির স্বাদ আস্বাদন করার সুযোগ ঘটল। আনন্দময় পরিবেশের এক ঝলক উপস্থাপিত করলাম।

No comments