Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠলো হলদিয়ার ছেলে

ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠলো হলদিয়ার ছেলে
ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠলো হলদিয়ার ছেলে রণজিৎ সিংহের। হলদিয়ার প্রত্যন্ত গ্রাম বাজিতপুরে বাড়ি রণজিৎ এর। রণজিৎ একাধারে ছাত্র বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের হিস্ট্র…

 




ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠলো হলদিয়ার ছেলে


ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠলো হলদিয়ার ছেলে রণজিৎ সিংহের। হলদিয়ার প্রত্যন্ত গ্রাম বাজিতপুরে বাড়ি রণজিৎ এর। রণজিৎ একাধারে ছাত্র বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের হিস্ট্রি অনার্সে পাঠরত ও অন্যদিকে ছবি আঁকায় পারদর্শী এককথায় বহুমুখী প্রতিভার সম্পূর্ণ ছেলে রণজিৎ । সেই সুবাদে ইন্ডিয়া বুক অব রেকর্ডে রণজিৎতের নাম নথিভুক্ত হয়েছে । তার সাথে বাঁশি বাজায় সুর মিলিয়ে এবং স্টুডেন্টদের নিয়ে একটি সংস্থা গঠন করে ২০১৯ সালে যার নামকরণ করে আলোক চেতনা পরিবার এই সংস্থার কর্ণধার ও সভাপতি হিসেবে কর্মরত রণজিৎ। ছোট থেকেই অসহায় ও দরিদ্র মানুষদের সাথে ওপাশে থেকে কাটিয়েছে বেশ কয়েকটি বছর । দুস্থ ছাত্র-ছাত্রীদের যেকোনো সমস্যা হলেই ছুটে যায় তাছাড়াও প্রতিবছর ৫০ থেকে ১০০ জনকে বই, খাতা, পেন, পেন্সিল ও শিক্ষা সামগ্রী বিতরণ করে থাকে গত বছরে লকডাউন ও ইয়াস ঝড়ের পরিস্থিতিতে রণজিৎ ও তার স্বেচ্ছাসেবী সংগঠন কে নিয়ে কুকড়াহাটি ও বেশ কিছু এলাকা জুড়ে চাল, ডাল, সোয়াবিন, মাক্স, স্যানিটাইজার, ন্যাপকিন, ওষুধ ও শিশুদের খাওয়ার তুলে দিয়েছে। রনজিতের বাবা ও মা জানান  ছেলের এমন সাফল্যের জন্য পরিবার আনন্দিত। এছাড়া তারা বলেন তাদের ছেলে পড়াশোনার পাশাপাশি সমাজ কল্যাণ মূলক কাজে আমরা সাপোর্ট ও সহযোগিতা করতাম আমরা চাই রণজিৎ আরো এগিয়ে যাক। রণজিৎ নিজে বলেন এই সাফল্যের পেছনে আমার মা ও  বাবার পাশাপাশি রামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সৌমেন্দু শেখর মিদ্দা , ঢেকুয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ গায়েন, বিজ্ঞানি অনির্বাণ দাস , মনেনদু দাস , ও সহযোগী বন্ধু, বান্ধবী, দাদা, দিদি এবং আমার কাছব্যক্তিবর্গদের ভূমিকা অপরিসীম উনারা না  সহযোগিতা করলে আজ এই সাফল্য আমার হাতে এসে পৌঁছালো না । তাই উনাদের প্রতি আমি কৃতজ্ঞ, ভালোবাসা ও শ্রদ্ধা জানাই।


No comments