Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 14, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

বসন্ত উৎসবে আবির খেলায় মেতে উঠলো রামপুর বিবেকাকন্দ মিশন মহাবিদ‍্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা

বসন্ত উৎসবে আবির খেলায় মেতে উঠলো রামপুর বিবেকাকন্দ মিশন মহাবিদ‍্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা
হলদিয়া:- রাঙিয়ে দিয়ে যাও যাও,যাও গো এবার যাবার আগে......


বৃহস্পতিবার হলদিয়ার রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ‍্যালয়ে বঙ্গভাষা ও সাহিত্য…

 



বসন্ত উৎসবে আবির খেলায় মেতে উঠলো রামপুর বিবেকাকন্দ মিশন মহাবিদ‍্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা


হলদিয়া:- রাঙিয়ে দিয়ে যাও যাও,যাও গো এবার যাবার আগে......




বৃহস্পতিবার হলদিয়ার রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ‍্যালয়ে বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়।এদিন বসন্ত উৎসব উপলক্ষে কলেজের অডিটোরিয়াম পেক্ষাগৃহে নাচ,গান,আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পলাশ ফুল ও আবিরের স্পর্শ দিয়ে বরণ করা হয়।

কোভিডের জন‍্য দু'বছর পর ছাত্রছাত্রীরা শামিল হয়ে একে ওপরকে আবিরে রাঙিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠেন।

বাংলা বিভাগের প্রধান অধ‍্যাপিকা ছবি সরকার বলেন দু'বছর ধরে কলেজ বন্ধ থাকায় এতদিন কোন বসন্ত উৎসবের আয়োজন করা যায়নি।কিন্তু এবছর কোভিড কিছুটা থিতিয়ে যেতে আবার নতুন করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ছাত্রছাত্রীরা খুব আন্তরিকতার সঙ্গে নিজেরাই ঘর সাজিয়েছে,পলাশ ফুল সংগ্রহ করে এনেছে,সবাই হলুদ রঙের শাড়ি পরে এসে বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছে।

No comments