প্রগতি সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষে বাৎসরিক মিলন উৎসব ও কালীপূজা সুবর্ণ জয়ন্তী বর্ষে বাৎসরিক মিলন উৎসব ও কালীপূজার সূচনা হল।হলদিয়ার দক্ষিণ দেউলপোতা গ্ৰামের প্রগতি সংঘের আয়োজনে শনিবার থেকে শুরু হল চারদিন ব্যাপী এই উৎসব।ভিডিও দেখত…
প্রগতি সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষে বাৎসরিক মিলন উৎসব ও কালীপূজা
সুবর্ণ জয়ন্তী বর্ষে বাৎসরিক মিলন উৎসব ও কালীপূজার সূচনা হল।হলদিয়ার দক্ষিণ দেউলপোতা গ্ৰামের প্রগতি সংঘের আয়োজনে শনিবার থেকে শুরু হল চারদিন ব্যাপী এই উৎসব।
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/n7V_ECBIo88
শনিবার বিকেলে সুবর্ণ জয়ন্তী বর্ষের শুভ উদ্বোধন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা করে।এদিন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন গ্রামের কচিকাচা থেকে শুরু করে মহিলারা।চারদিনের মিলন উৎসবে থাকছে মিনি ফুটবল।প্রতিযোগিতা,বিভিন্ন ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান,ছদ্মবেশ,বস্ত্র বিতরণ,যাত্রা এবং বিচিত্রাঅনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবাত্মা মহারাজ,হলদিয়া অভ্যুদয়ের সম্পাদক প্রণব বেরা,হলদিয়া হাজরামোড় নটরাজ একাডেমির কর্ণধার ছন্দা জানা সহ অন্যান্যরা।
সঞ্চালনা করেন দক্ষিণ দেউলপোতা প্রগতি সংঘের ক্লাব কমিটির সভাপতি দিলীপ সাউট্যা।
No comments