নারীদিবস পালন করলেন স্বজন সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু
চামেলী ভট্টাচার্য ঃঃ ৮ই মার্চ নারীদিবস পালন করলেন স্বজন সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু কলকাতার কলেজ স্কয়ারে দুপুর ৩ ঘটিকায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের পক্ষ …
নারীদিবস পালন করলেন স্বজন সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু
চামেলী ভট্টাচার্য ঃঃ ৮ই মার্চ নারীদিবস পালন করলেন স্বজন সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু কলকাতার কলেজ স্কয়ারে দুপুর ৩ ঘটিকায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের পক্ষ থেকে সুদর্শন দাস,হাইকোটের উকিল রেসমি রহমান তাছাড়া তমাল কর্মকার ও বিভিন্ন কবি,সাহিত্যিক প্রমুখ।স্বজন সংস্থার সম্পাদক শ্রী চন্দ্রনাথ বসু অনুষ্ঠান টি পরিচালনা করেন ,এবং বক্তব্যে জানান যে," নারী শক্তি আগেও ছিল ,আজও আছে এবং আগামী দিনেও থাকবে,। নারীরা আজ পেছিয়ে নেই। নারীরা আজ ডাক্তার হচ্ছে ,উকিল হচ্ছে,পাইলট হচ্ছে। নারীরা আজ শিক্ষিত ও স্বনির্ভর হচ্ছে , তবু আজও নারীদের প্রতি অত্যাচার বন্ধ হয়নি, বধু নির্যাতন ,নারী ধর্ষন ও নারীদের প্রতি বৈষম্যতা রয়ে গেছে"। তাই স্বজন সংস্থার সম্পাদক শ্রী চন্দ্রনাথ বসু বলেন "নারীদিবস পালন করার সাথে সাথে এই অত্যাচার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার।নারী ছাড়া এ সংসার শূন্য, সুখ ও শান্তি সবই নারী"।কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি সঙ্গীত পরিবেশন করেন নারী দিবস উপলক্ষে।
No comments