Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পটাশপুরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হল

পটাশপুরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হল প্রদীপ কুমার মাইতি* ঃ দীর্ঘ প্রতিক্ষার অবসান। বহুদিনের আমজনতার দাবি মেনেই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হল রবিবার। রাজ্যের পরিবহন দফতরের অর্থা…

 




পটাশপুরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হল 

প্রদীপ কুমার মাইতি* ঃ দীর্ঘ প্রতিক্ষার অবসান। বহুদিনের আমজনতার দাবি মেনেই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হল রবিবার। রাজ্যের পরিবহন দফতরের অর্থানুকূল্যে ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে পটাশপুরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, "পটাশপুর গ্রাম পঞ্চায়েতের বিশেষ উদ্যোগে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হয়। পটাশপুর বিধানসভার প্রাণকেন্দ্র এই জায়গা। পটাশপুরের এই জায়গা থেকে সহজে পশ্চিম মেদিনীপুরে যাওয়া যায়। বন্যা কাটিয়ে আবার পটাশপুর ঘুরে দাঁড়াচ্ছে।" তিনি আরও বলেন, "সরকার পাশে দাঁড়িয়ে এই বাসস্ট্যান্ড তৈরি করেছে। এখানে অনেক কর্মসংস্থান হবে। রাজ্য সরকার কেলেঘাই নদীকে সংস্কার করছে। পটাশপুরে আমরা বন্যা নিবারন করবো। পটাশপুরের জন্য রাজ্য সরকার অতিরিক্ত টাকা বরাদ্দ করেছে।" তিনি বিরোধীদের খোঁচা দিতেও ছাড়েননি। মন্ত্রী বলেন, "কেউ কেউ উন্নয়নের সমালোচনা করছেন। বিধানসভার বাজেটের বিরোধিতা করছেন। একশো দিনের কাজে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থানে পৌঁছে গেছে অন্যান্য রাজ্যকে পিছিয়ে দিয়ে। তাই আজকের অনেকে বিধানসভার ভিতর ও বাইরে হইচই করছেন।" খেজুরিতে বোম বিস্ফোরণ কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার  (এন.আই.এ) দেওয়া নোটিশ  প্রসঙ্গে মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, এনআইএ-র কাছ থেকে কোন নোটিশ পায়নি। এটা আপনাদের সাংবাদিকরা অনেক কিছু ভাবতে পারেন। পটাশপুরের বিধায়ক উত্তম বারিক জানিয়েছেন, প্রায় এক কোটি টাকা ব্যয়ে পটাশপুরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে। উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস ও পটাশপুরের ওসি দীপক কুমার চক্রবর্তী প্রমুখ।

No comments