জন-ঔষধি দিবস পালন করেন হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মেসি সোমবার জনঔষধি সপ্তাহ উপলক্ষে হলদিয়ায় ফার্মেসি পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হল। হলদিয়া ফার্মেসি কলেজ এই সেমিনারের আয়োজন করে। তিন শতাধিক পড়ুয়া এই সেমিনারে অ…
জন-ঔষধি দিবস পালন করেন হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মেসি
সোমবার জনঔষধি সপ্তাহ উপলক্ষে হলদিয়ায় ফার্মেসি পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হল। হলদিয়া ফার্মেসি কলেজ এই সেমিনারের আয়োজন করে। তিন শতাধিক পড়ুয়া এই সেমিনারে অংশ নেন। এদিন থেকে জনঔষধি সপ্তাহ শুরু হয়েছে। ফার্মোসি কলেজের প্রিন্সিপ্যাল সুমন পট্টনায়ক জানান, ন্যায্যমূল্যে গ্রাহকের কাছে জেনেরিক ওষুধ পৗঁছে দিতে এধরনের সচেতনতা সেমিনার করা হচ্ছে। আগামীদিনে ফার্মেসি পড়ুয়ারা যাতে গ্রামে বা শহরে জনঔষধি কেন্দ্র খুলতে পারে সেজন্য বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয় এদিন। এরমাধ্যমে ফার্মেসি পড়ুয়াদের নিজের পায়ে দাঁড়াতে সরকার আড়াই লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেবে।সারা দেশে ‘জন-ঔষধি দিবস’ পালনের মাধ্যমে জেনেরিক ঔষধের ব্যবহার বৃদ্ধি এবং সচেতনতা গড়ে তোলার প্রয়াস, কয়েক কোটি ভারতবাসীকে আর্থিক সাশ্রয় ও সুচিকিৎসার লাভ উপলব্ধ করিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
No comments