Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সপ্তম বর্ষে ক্ষনিক দেখা ফেসবুক বন্ধুদের বাৎসরিক সভা

সপ্তম বর্ষে ক্ষনিক দেখা ফেসবুক বন্ধুদের বাৎসরিক সভা

 খোলা আকাশে ক্ষণিক দেখার সপ্তম বর্ষ  বাৎসরিক অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিশ্ববিখ্যাত কবি লাল মাটির দেশের গানের প্রবাদ প্রতিম বাউল শিল্পী সকলের প্রিয় কবি অরুণ কুমার চক্রবর্তী , বিশ্ব…

 




সপ্তম বর্ষে ক্ষনিক দেখা ফেসবুক বন্ধুদের বাৎসরিক সভা



 খোলা আকাশে ক্ষণিক দেখার সপ্তম বর্ষ  বাৎসরিক অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিশ্ববিখ্যাত কবি লাল মাটির দেশের গানের প্রবাদ প্রতিম বাউল শিল্পী সকলের প্রিয় কবি অরুণ কুমার চক্রবর্তী , বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডঃ অনির্বান দাস,


মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার গায়ক প্রত্যুষ কুমার ঘোষ, কবি দুলাল সুর,  কাজী সামসুল আলম, হরিদাস বালা, মতিলাল দাস, প্রদোষ কুমার ঘোষ অনিমা গুছাইট ,মতিলাল দাস, প্রধান শিক্ষক ডঃ তপন জানা,    ডাঃ সাবিনা ইয়াসমিন, কবি সুনীতা সরকার  কৌশিক অধিকারী, লিপিকা ভৌমিক, রেনেসাঁ মাইতি, বাউল শিল্পী বিবেক সরকার, নিক্কন ড্যান্স একাডেমির কর্নধার নৃত্যশিল্পী স্বাগতা শীল, সঙ্গীতশিল্পী অনন্যা দাস, সৌজন্যা মজুমদার রায়, বনি, মধু, মৌমিতা সমাজসেবী তাপস রায়, অত্যন্ত ভালোমনের মানুষ ও সমাজসেবী তুষার ভৌমিক দা, উজ্জ্বল দা কবি ও সমাজকর্মী সন্দীপ মিশ্র, বাসু, তন্ময়, শুভ্রা, কনিকা মহন্ত, মীনাক্ষী দি, আকাশ ভাই, নুরালম ভাই, সাইফুদ্দিন ভাই, ইকবাল ভাই, সাংবাদিক দীপক পন্ডা, চঞ্চল প্রধান, সৌমেন মন্ডল, বিটন চক্রবর্তী, কলকাতা মেট্রোরেলের আধিকারিক সহ প্রায় দুই শতাধিক গুনীজন। গান, কবিতা, গল্প, আড্ডা, নাচ, বাউল, কেককাটা সবকিছু মিলিয়ে বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছিল সারাদিন।

ক্ষণিক দেখার সম্পাদক শিবনাথ সরকার বলেন গত দু'বছর এই ধরনের আমরা মিট করতে পারিনি কিন্তু কোভীডের হময় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী আমরা তুলে দিয়েছিলাম। আম্ফানে বহু গাছ নষ্ট হয়েছে ক্ষনিক দেখা উদ্যোগে আমরা গাছ লাগানো কর্মসূচি গ্রহণ করেছি। এছাড়াও বিভিন্ন সময়ে রক্তদান শিবিরে আমরা সংগ্রহ করেছি। কোভিড মুক্ত হয়েছে তবুও বিধি মেনেই আজকের এই ফেসবুক বন্ধুদের নিয়ে বাৎসরিক সভা আমরা  করলাম। আগামী দিনে আমাদের কর্মসূচি বিভিন্ন কবি সাহিত্যিকদের বহিঃপ্রকাশ ,রক্তদান শিবির ,দুস্থদের পাশে দাঁড়ানো।

No comments