Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিয়ে করার নামে প্রহসন ! মোবাইল, গহনা,টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রেমিকা থানায় যুবক

বিয়ে করার নামে প্রহসন ! মোবাইল, গহনা,টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রেমিকা  থানায় যুবকপূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া সুতাহাটা থানার বাসিন্দা দেবাশীষ প্রামাণিক এর দাবি তিনি তিনি নিরাপত্তা রক্ষীর কাজ করেন একটি প্রাইভেট সংস্থা…

 


বিয়ে করার নামে প্রহসন ! মোবাইল, গহনা,টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রেমিকা  থানায় যুবক

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া সুতাহাটা থানার বাসিন্দা দেবাশীষ প্রামাণিক এর দাবি তিনি তিনি নিরাপত্তা রক্ষীর কাজ করেন একটি প্রাইভেট সংস্থা। সেখানকার এক সহকর্মীর মাধ্যমে তমলুক নারায়নপুর এলাকার এক যুবতীর সঙ্গে পরিচয় হয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবতী প্রায় যুবকের বাড়িতে যেতেন বলেও দাবি দেবাশীষের ।ওই যুবতী নিজেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে  2013 সালের আগস্ট মাসের একটি এন্ড্রয়েড ফোনের আবদার মেটান। তারপর পুজোর সময় দামি জামা কাপড় কেনার শখ পূরণ করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। যুবতীর বাবা-মা তাদের মেয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ।সেই সুবাদে আমিও প্রেমিকার বাড়িতে আসা যাওয়া করতাম । ২০১৮ সালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে  প্রেমিকা সোনার হার এবং সোনার আংটি বায়না করেছিলেন সেই বায়না ও মিটিয়েছি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দামি মোবাইল সোনার গহনা ফ্রিজ এবং ব্যান্ডেড জামা-কাপড়সহ নগদ টাকা হাতানোর পর আইবুড়ো ভাত খেয়েও বিয়েতে বেঁকে বসায় প্রেমিকা তার বাবা-মার বিরুদ্ধে থানায় এফআইআর করলেন সুতাহাটা যুবক দেবাশীষ প্রামাণিক। তার ও তার পরিবারের চাহিদা পূরণ করতে গিয়ে নিজেদের জর্জরিত হয়ে পড়েছি তবে অভিযুক্ত। যুবতীর মা বলেন ওই যুবক একদম বাজে ছেলে। আমাদের মেয়েকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করতে চাইছিল। আমরা জেনে ফেলায় পর সেই বিয়েতে রাজি হইনি। এখন ওই যুবক থানা পুলিশ করছে আইনের প্রতি হেনস্তা হবে।

এই অভিযোগ অভিযোগ সুতাহাটা থানার পুলিশ


No comments