Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাংলা উৎসব -২০২২ (১ম বর্ষ)পদার্পন করলো পঞ্চম দিনে,চলবে ১ লা এপ্রিল পর্যন্ত

বাংলা উৎসব -২০২২ (১ম বর্ষ)পদার্পন করলো পঞ্চম দিনে,চলবে ১ লা এপ্রিল পর্যন্তহলদিয়াতে এলোকেশী ময়দানে বাংলার উৎসব -২০২২(১ম বর্ষ) পদার্পণ করলো পঞ্চম দিনে,চলবে ১ লা এপ্রিল প্রর্যন্ত।পরিচালনায় - টীম অভিষেক ব্যানার্জী (হলদিয়া)।উক্ত অনুষ্…

 




বাংলা উৎসব -২০২২ (১ম বর্ষ)পদার্পন করলো পঞ্চম দিনে,চলবে ১ লা এপ্রিল পর্যন্ত

হলদিয়াতে এলোকেশী ময়দানে বাংলার উৎসব -২০২২(১ম বর্ষ) পদার্পণ করলো পঞ্চম দিনে,চলবে ১ লা এপ্রিল প্রর্যন্ত।পরিচালনায় - টীম অভিষেক ব্যানার্জী (হলদিয়া)।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলিকাতা কালিঘাট থেকে আগত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য বিশিষ্ট সমাজসেবী দীপ মজুমদার, দক্ষিণ কলিকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকেশ সুমন মূর্খার্জী,পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি তথা তমলুক পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর ও টীম অভিষেক ব্যানার্জী (হলদিয়া)চেয়ারম্যান পার্থ সারথি মাইতি,তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা টীম অভিষেক ব্যানার্জী (হলদিয়া) সহ-সভাপতি  অর্নব দেবনাথ, হলদিয়ার বিশিষ্ট ব্যাবসায়ী ও বাংলার উৎসব- ২০২২ এর উপদেষ্টা সেক মজাফ্ফর,হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সেক আজিজুল রহমান, শিক্ষকনেতা স্বপন জানা,এছাড়াও উপস্থিত ছিলেন টীম অভিষেক ব্যানার্জী (হলদিয়া)সভাপতি আজাদ খান, সম্পাদক সেক রাজা, সহ-সম্পাদক সেক ফরিদ,কোষাধ্যক্ষ আয়ুব খান, হিসাবরক্ষক সেক আমিরুল ইসলাম (কানু দা),সুদর্শন মান্না ও সামসুর খান, বাংলার উৎসব ২০২২ এর উৎসব কমিটির সংস্কৃতি সম্পাদক সেক জুলফিকর আলি (ভুট্টু)এছাড়াও অনান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।উক্ত অনুষ্ঠানে টীম অভিষেক ব্যানার্জী (হলদিয়া)সৈনিক বৃন্দের সহযোগিতায় একহাজার দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।উক্ত দিনে রাত্রিকালিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার জলসার খ্যাতনামা মোহর সিরিয়ালের অভিনেত্রী  বিপাশা, জি-বাংলার সারেগামাপা খ্যাত নামা সঙ্গীত শিল্পী মিলি বসু ও রাজা রায়।উক্ত দিনে অনুষ্ঠানে লোক ছিলো চোখে পড়ার মতো।

No comments