Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৬ তম বর্ষে সুকান্ত স্পোটিং ক্লাবের উদ্যোগে রক্তদানের পাশাপাশি বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির

২৬ তম বর্ষে সুকান্ত স্পোটিং ক্লাবের উদ্যোগে রক্তদানের  পাশাপাশি বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির২৬ তম বর্ষে সুকান্ত উৎসব -২০২২ চলছে ২৬ মার্চ শনিবার হইতে ২৮ মার্চ সোমবার পর্যন্ত  । আয়োজনে অমৃত বেড়িয়া সুকান্ত স্পোটিং ক্লাব । ক্লা…

 




২৬ তম বর্ষে সুকান্ত স্পোটিং ক্লাবের উদ্যোগে রক্তদানের  পাশাপাশি বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির

২৬ তম বর্ষে সুকান্ত উৎসব -২০২২ চলছে ২৬ মার্চ শনিবার হইতে ২৮ মার্চ সোমবার পর্যন্ত  । আয়োজনে অমৃত বেড়িয়া সুকান্ত স্পোটিং ক্লাব । ক্লাবটি মহিষাদল ব্লকের অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রূপনারায়ন নদীর পাড় সংলগ্ন এলাকায় অবস্থিত। ২৬ তম বর্ষে পদার্পণ করল সুকান্ত উৎসব বলে জানিয়েছেন ক্লাবের সম্পাদক অশোক মন্ডল। আজকে সমাপ্তি দিনের অনুষ্ঠানে স্বেচ্ছায় মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর জন্য প্রায় ৭০ জন পুরুষ ও মহিলারা স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করে রক্ত দান করেন। গ্রীষ্মের প্রচণ্ড তাবদাহে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের প্রচন্ড সঙ্কট দেখা দিয়েছে । সেই সংকট পূরণ করার জন্য তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন সম্পাদক।  রক্ত সংগ্রহ করার জন্য হলদিয়া মহকুমা ব্লাড ব্যাংকের চিকিৎসকগণ ক্লাব সংলগ্ন অমৃত বেড়িয়া উত্তর প্রাথমিক বিদ্যালয় উপস্থিত হন। রক্তদানের  পাশাপাশি বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। হলদিয়া  দুর্গাচক  রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম নেত্রালয়-- এর বিশিষ্ট চিকিৎসকগণ উপস্থিত হন।প্রায় ১০০ জনের বেশি এলাকার অসহায়-

দুস্থ মানুষজন বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা করার জন্য শিবিরে আসেন। বিগত বছরগুলির ন্যায় এ বছরও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

No comments