Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া অভ্যুদয়ের উদ্যোগে ইন্দরামা কারখানার সহযোগিতায় বিশেষ চাহিদা পূর্ণ মানুষদের ট্রাই সাইকেল বিতরণ

ইন্দরামা কারখানার সহযোগিতায় বিশেষ চাহিদা পূর্ণ মানুষদের ট্রাই সাইকেল বিতরণ
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বয়সের প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম বিতরণ
হলদিয়া অভ্যুদয়ের উদ্যোগে ইন্দরামা কারখানার সহযোগিতায় বিশেষ চাহিদা পূর্ণ মানুষদের ট…

 


ইন্দরামা কারখানার সহযোগিতায় বিশেষ চাহিদা পূর্ণ মানুষদের ট্রাই সাইকেল বিতরণ


পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বয়সের প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম বিতরণ


হলদিয়া অভ্যুদয়ের উদ্যোগে ইন্দরামা কারখানার সহযোগিতায় বিশেষ চাহিদা পূর্ণ মানুষদের ট্রাই সাইকেল বিতরণ


 মঙ্গলবার ১৫ মার্চ হলদিয়ায় জেলার দু'শতাধিক প্রতিবন্ধীকে সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হল।নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ ও হলদিয়া অভ্যুদয় সংগঠনের যৌথ উদ্যোগে এদিন হলদিয়ার দেউলপোতায় শিবির করে ট্রাই সাইকেল,হুইল চেয়ার,কৃত্রিম পা,শ্রবণযন্ত্র দেওয়া হয় বিভিন্ন বয়সের প্রতিবন্ধীদের।এজন্য সামাজিক উন্নয়ন কর্মসূচী এসআর প্রকল্প থেকে ২০লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে হলদিয়ার ইন্দোরামা ইন্ডিয়া শিল্প সংস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পবিত্রচিত্তানন্দজী মহারাজ,ইন্দোরামার আধিকারিক প্রকাশ ভৌমিক,হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বপন নস্কর,প্রাক্তন বিধায়ক তুষার মন্ডল,মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস দেউলপোতা গ্রাম পঞ্চায়েত প্রধান রীনা কুইতি, হলদিয়া পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মৌসুমী দাস, সহ অন‍্যান‍্যরা।

হলদিয়া অভ্যুদয়ের সম্পাদক প্রণব বেরা জানান পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা,পশ্চিম মেদিনীপুর সহ  জঙ্গলমহল এলাকায় প্রতিবন্ধীদের বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়।


No comments