Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার শিশু-কিশোরদের উদ্যোগে দ্বিতীয় বর্ষ আকাঙ্ক্ষা নাট্যোৎসব

গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার শিশু-কিশোরদের উদ্যোগে দ্বিতীয় বর্ষ আকাঙ্ক্ষা নাট্যোৎসবপ্রদীপ কুমার মাইতি,গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার শিশু-কিশোরদের উদ্যোগে গত ২৫,২৬ ও ২৭ শে মার্চ ৩ দিনব্যাপী পালিত হল দ্বিতীয় বর্ষ আকাঙ্…

 


গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার শিশু-কিশোরদের উদ্যোগে দ্বিতীয় বর্ষ আকাঙ্ক্ষা নাট্যোৎসব

প্রদীপ কুমার মাইতি,গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার শিশু-কিশোরদের উদ্যোগে গত ২৫,২৬ ও ২৭ শে মার্চ ৩ দিনব্যাপী পালিত হল দ্বিতীয় বর্ষ আকাঙ্ক্ষা নাট্যোৎসব '২২। নাট্য উৎসবে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অভীক ভট্টাচার্য মহাশয়, ডক্টর অপূর্ব দে মহাশয়  এছাড়াও ছিলেন  গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান সংকর দত্ত মহাশয় এবং গোবরডাঙ্গা  থানার ওসি কাজল ব্যানার্জী মহাশয়।আকাঙ্ক্ষার তিন দিনের এই উৎসবে নয়টি নাটক মঞ্চস্থ হয়েছে এছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৫ শে মার্চ আকাঙ্ক্ষার শিশুবিভাগের প্রযোজনা " মামার কীর্তি " রচনায় "নন্দ দুলাল বসু" এবং পরিচালনায় "প্রতাপ সেন মহাশয়"। ২৭ শে মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আকাঙ্ক্ষা নাট্য সংস্থার আরো একটি প্রযোজনা সারস্বত চক্রবর্তীর গল্প অবলম্বনে "প্রতাপ সেন" রচিত এবং পরিচালিত নাটক "স্পোর্টসম্যান"। স্পোর্টসম্যান নাটকটি যথেষ্ট সুনাম এবং খ্যাতি অর্জন করে নাট্যব্যক্তিত্ব এবং দর্শক মন্ডলী দের থেকে। এই সংস্থাটি সম্পূর্ণভাবে ১৮, ১৯ বছর বয়সী যুবক - যুবতীদের দ্বারা পরিচালিত। এই ছোটো ছোটো তাজা প্রাণ গুলি একদিন অনেক বড়ো হবে। বিশ্বের দরবারে জায়গা করে নেবে তখন তাদের ছত্রছায়ায় বেড়ে উঠবে আরো অনেক ছোটো ছোটো গাছ। এমনভাবেই সংস্কৃতি এগিয়ে চলুক এমনই ভাবনা প্রধান উপদেষ্টা চম্পক ব্যানার্জী , সভানেত্রী দেবজানী গঙ্গুলি এবং সম্পাদিকা তনুশ্রী দেবনাথ মহাশয়ার। ইচ্ছাপূরণের এই আশা নিয়ে আকাঙ্ক্ষাকে বিশ্বের দরবারে তুলে ধরতে দীপাঙ্ক দেবনাথ, সৌরভ দাস, শুভময় মুখার্জি, ত্রিদীপ চক্রবর্তী, অর্পিতা তালুকদার এই পাঁচজনের সক্রিয় উদ্যোগে এবং  সংস্থার বাকি নাট্য কর্মী দের সহযোগিতায় সম্পূর্ণ নাট্যোৎসবটি সফল ভাবে পালিত হয় । তরুণ প্রজন্ম কে চারা গাছের সঙ্গে তুলনা করে গাছের জল দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।এই ভাবেই এগিয়ে চলুক " আকাঙ্ক্ষা", এবং তাঁদের আকাঙ্ক্ষা  পূরণ হোক।

No comments